শাহবাগে উল্লাস

লিখেছেন লিখেছেন হতভাগা ১২ ডিসেম্বর, ২০১৩, ১২:৫৪:১৯ দুপুর

12 Dec, 2013 যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাহবাগে আন্দোলনরত গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনায় (রিভিউ) আবেদন খারিজ করে দেয়ার পর উল্লাসে ফেটে পড়েন যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতা।

এর পরপরই শাহবাগ প্রজন্ম চত্বর থেকে একটি বিজয় মিছিল বের করেন তারা।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “আমরা খুবই খুশি ও আনন্দিত। প্রত্যাশিত রায় পেয়েছি। বিচার প্রক্রিয়া নিয়ে আর কেউ প্রশ্ন তুলতে পারবে না।”

মৃত্যু পরোয়ানা জারির পর মঙ্গলবার কারা কর্তৃপক্ষ রায় বাস্তবায়নের সব প্রক্রিয়া শেষ করার মধ্যে কাদের মোল্লার আইনজীবীদের আবেদনে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি দণ্ড কার্যকরে স্থগিতাদেশ দেয়ার পর সংক্ষুব্ধ হয়ে রাত ১১টা থেকে শাহবাগ মোড়ে আবার অবস্থান নেন গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকরা।

এরপর কয়েক দফায় ওই এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলেও শাহবাগ মোড়েই লাগাতার অবস্থান চালিয়ে আসেন জাগরণ মঞ্চের নেতাকর্মীরা।

গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে কাদের মোল্লার যাবজ্জীবন সাজার আদেশ হলে শাহবাগে প্রতিবাদী তরুণদের অবস্থান এক সময় লাখো মানুষের সমাবেশে রূপ নেয়, যা আন্তর্জাতিক অঙ্গনে ‘বাংলা বসন্ত’ হিসেবে পরিচিতি পায়।

ছাত্র-জনতার ওই আন্দোলনের মুখে আইন সংশোধন করে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের পাশাপাশি প্রসিকিউশনকে আপিলের সুযোগ দেয়া হয়, যার প্রেক্ষাপটে সর্বোচ্চ আদালতে আপিলে কাদের মোল্লার মৃত্যুদণ্ড হয়।

উৎসঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রতিক্রিয়া : ইমরান - লাকীরা দেখিয়ে দিল

বিষয়: বিবিধ

১০৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File