খালেদার বাড়ি ঘেরাওয়ের ঘোষণা ছাত্রলীগের

লিখেছেন লিখেছেন হতভাগা ০৯ ডিসেম্বর, ২০১৩, ০৫:৫৬:১৮ বিকাল



09 Dec, 2013 ‘আর একবার যদি আপনি নাশকতা সৃষ্টির চেষ্টা করেন তবে আর রাজপথে নয় আপনার (খালেদা জিয়া) গুলশান বাসভবন ঘেরাও করা হবে। আপনাকে টেনে হেঁচড়ে বাড়ি থেকে বের করে আনা হবে।’

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ ঘোষণা দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। একই সঙ্গে মঙ্গলবার দেশের সকল বিভাগীয় ও জেলা শহরে এবং বুধবার উপজেলা পর্যায়ে বিক্ষোভেরও ডাক দেন তিনি।

এর আগে ‘লুণ্ঠন ও নৈরাজ্যের’ প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল বের হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিল ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

সমাবেশে ছাত্রলীগের সভাপতি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, যেখানেই জামায়াত-শিবির ও বিএনপির নাশকতাকারীদের দেখবেন সেখানেই প্রতিবাদ গড়ে তুলুন। প্রয়োজনে তাদের পুলিশে ধরিয়ে দেয়ারও আহ্বান জানান তিনি।

সোহাগ অভিযোগ করে বলেন, ‘১৯৭১-এ যেমন মুক্তিযোদ্ধাদের হাত ও পায়ের রগ কাটা হতো। এখনও ঠিক একইভাবে জামায়াত-শিবিরের ক্যাডাররা মানুষের হাত পায়ের রগ কাটছে। এটা কোন গণতান্ত্রিক চর্চার মধ্যেই পড়ে না।’

উৎসঃ বাংলামেইল২৪ডটকম

প্রতিক্রিয়া : এটাই তো চাইছিলাম ।এবার কি করবেন খালেদা জিয়া ?

বিষয়: বিবিধ

১১৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File