কাদের মোল্লার লাশ ‘আলাদা স্থানে’ কবরস্থ করার দাবি
লিখেছেন লিখেছেন হতভাগা ০৬ ডিসেম্বর, ২০১৩, ১০:১১:৩১ রাত
06 Dec, 2013 জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর তার লাশ ‘আলাদা স্থানে’ কবরস্থ করার দাবি জানিয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি অধ্যাপক ড. মুনতাসির মামুন। তিনি বলেছেন, ‘এটা করা না হলে তার কবরকে জামায়াতের সমর্থকেরা মাজারে পরিণত করবেন।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজিত আলোচনা অনুষ্ঠানে গবেষক ড. মুনতাসির এসব কথা বলেন। ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের আদর্শগত ভিত্তি এবং নির্বাচন ২০১৪’ শিরোনামে অনুষ্ঠানটির আয়োজন হয়।
সূচনা বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ড. মুনতাসির মামুন বলেন, ‘বিজয়ের মাসে আমরা আশা করি যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে ফাঁসিতে ঝোলানো হবে। যুদ্ধাপরাধীদের যদি আলাদা স্থানে কবরস্থ করা না হয়, তাহলে জামায়াত ওই কবরকে মাজার বনিয়ে তরুণদের বিভ্রান্ত করবে।’
তিনি মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে ভারতের সহায়তার কথা স্মরণ করে বলেন, ‘ভারতের সাহায্য বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করেছে।’
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন, ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি শহীদজায়া শ্যামলি নাসরিন চৌধুরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল ও সাংবাদিক হারুন হাবীব প্রমুখ বক্তব্য দেন।
আলোচনা শেষে শাহরিয়ার কবিরের ‘দুঃসময়ের বন্ধু’ শিরোনামের প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়
উৎসঃ প্রিয়দেশ
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন