‘অবরোধে লঞ্চ-ফেরি ডোবানোর নির্দেশ দেয়া হচ্ছে’

লিখেছেন লিখেছেন হতভাগা ০৩ ডিসেম্বর, ২০১৩, ০৫:০৪:০১ বিকাল



03 Dec, 2013 বিরোধী জোটের অবরোধে রাজপথ ও রেলপথে নাশকতার পর এবার নৌ-পথে লঞ্চ-ফেরি ডোবানোর নির্দেশ দেয়া হচ্ছে বলে নিজের কাছে তথ্য থাকার দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার গাজীপুরে কোনাবাড়িতে ‘নাশকতার’ আগুনে পুড়ে যাওয়া স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানা কমপ্লেক্স পরিদর্শনের পর তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘লঞ্চ আর ফেরি ডুবিয়ে দেয়ারও নির্দেশ দেয়া হচ্ছে। এই তথ্য আমাদের কাছে আছে। তথ্য-প্রযুক্তির যুগে কিছু লুকিয়ে রাখা যায় না।’

নাশকতায় জড়িতদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা আগুন নিয়ে খেলছে, আমরা যদি সম্মিলিতভাবে দাঁড়াই তাহলে আর কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পাবে না।’

স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানায় নাশকতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এই এলাকার মানুষ, শ্রমিক-মালিক সকলকে ঐক্যবদ্ধভাবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

এই ধরনের নাশকতায় প্ররোচনা দাতাদের সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘পরিকল্পনা করে এই ধ্বংস চালানো হয়েছে। এটা পূর্বপরিকল্পিত ধ্বংসযজ্ঞ। যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের আমরা ছাড়বো না, তাদের আমরা ছাড়তে পারি না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

এ সময় বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি কাজী আকরম উদ্দীন ও সাবেক সভাপতি আনিসুল হক, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দীন বাবলু ও স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

উৎসঃ আরটিএনএন

বিষয়: বিবিধ

১২২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File