জামায়াত প্রীতির কারণেই নির্বাচনে আসছে না বিএনপি: প্রধানমন্ত্রী

লিখেছেন লিখেছেন হতভাগা ২৭ নভেম্বর, ২০১৩, ০৩:১৭:১৩ দুপুর



27 Nov, 2013

জামায়াতে ইসলাম নির্বাচন করতে পারছে না বলেই বিএনপি নির্বাচনে আসছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের শুরুতে তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে জনগণের স্বার্থ বিসর্জন দিচ্ছেন। এটা খুবই দুঃখজনক। মূলত পরাজিত হবে জেনেই তারা নির্বাচন থেকে দূরে থাকতে চাইছে। যাই হোক নির্বাচন সংবিধান অনুযায়ি সময় মতোই হবে।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বৈঠকের শুরুতে শেখ হাসিনা বলেন, হাইকোর্ট থেকে জামায়াতের নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা আছে। এখানে আমাদের কিছু করার নেই। জামায়াতের প্রতি সহানুভূতি থেকে নির্বাচনে না আসা খুবই দুঃখজনক।

বিরোধীদলীয় নেত্রীকে আবারো নির্বাচনে আসার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি তাকে সংবিধানের ৫৭ এর ৪ ধারাটি পড়ে দেখতে বলবো। উনি কী আবার ওয়ান-ইলেভেন আনতে চান? কার স্বার্থে? নিদিষ্ট সময়েই দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিরোধীদলীয় নেত্রীকে ধ্বংসাত্মক কর্মসূচি পরিহার করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে আশায় এসব করছেন তা পূরণ হবে না। ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করুন। নির্বাচনে আসুন।

শেখ হাসিনা বলেন, আমি তাদের নির্বাচনে আসতে বলবো। কিন্তু, তারা জানেন, জনগণ নির্বাচনে তাদের ভোট দেবে না। ভোট না পাওয়ার ভয়ে, হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচনে আসছেন না।

সকাল সাড়ে ১১টার পর শেখ হাসিনার সভাপতিত্বে পার্লামেণ্টারি বোর্ডের বৈঠকটি শুরু হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চুড়ান্ত করতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমন্ডলির সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, কাজী জাফর উল্যাহ, ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ ও আলাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

উৎসঃ বাংলাদেশ প্রতিদিন

বিষয়: বিবিধ

১০৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File