আত্মগোপনে বিএনপি নেতারা

লিখেছেন লিখেছেন হতভাগা ২৬ নভেম্বর, ২০১৩, ০৩:২৯:১০ দুপুর

26 Nov, 2013 অবরোধ ডেকে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের অধিকাংশ নেতাই ফোন বন্ধ রেখেছেন। আর যারা খোলা রেখেছেন রিং হলেও তারা ফোন ধরেননি।

বিএনপির শীর্ষস্থানীয় পাঁচ নেতা গ্রেপ্তারের পর বিএনপির প্রায় সব নেতা আত্মগোপন করেছেন এবং সোমবার রাতে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ আটক হওয়ার পর থেকে নেতাদের মধ্যে গ্রেপ্তারের আতঙ্ক বেড়েছে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দলের কোনো নেতাকর্মী কার্যালয়ের আশপাশে আসতে পারছেন না। সাদা পোশাকের আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি র‌্যাব সদস্যরাও এসব স্থানের আশপাশে অবস্থান নিয়েছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও রয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর ফোন বন্ধ পাওয়া যায় এবং চেয়ারপার্সনের উপদেষ্টা জমির উদ্দিন ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার ফোন খোলা পাওয়া গেলেও তাঁদেরকে ফোনে পাওয়া যায়নি।

এই বিষয়ে জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ঢাকাটাইমসকে বলেন, আমি নেতাদের ফোন বন্ধ পাচ্ছি। কারও সাথে যোগাযোগ করতে পারছি না। তবে তারা আত্মগোপনে নেই।

রিজভী বলেন, সরকারের আদেশ পালন করতে আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে বিএনপির নেতাকর্মীদের বাসার ও দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন তাতে ফোন বন্ধ থাকতেই পারে। তবে সেটা খুব সীমিত সময়ের জন্য।

বিএনপির শীর্ষস্থানীয় নেতারা রাজপথের আন্দোলনে আছেন কি না- এই প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলনে আছে আর থাকবেও। তবে সেটা সময় হলেই সরকার বুঝবে।

নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, উপর থেকে নির্দেশ না আসা পর্যন্ত কার্যালয়ে কাউকে ঢুকতে বা বের হতে দেয়া হবে না। যাঁরাই ঢুকতে বা বের হতে চেষ্টা করবেন, তাদের গ্রেপ্তার করা হবে।

উৎসঃ ঢাকাটাইমস

প্রতিক্রিয়া : ইঁদুরের দল

বিষয়: বিবিধ

১০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File