নির্বাচন ৫ জানুয়ারি!
লিখেছেন লিখেছেন হতভাগা ২৫ নভেম্বর, ২০১৩, ০৫:৪৭:৩৫ বিকাল
25 Nov, 2013 দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই ও বাছাইয়ের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ও ৬ ডিসেম্বর। আর ১৩ ডিসেম্বর ধার্য করা হয়েছে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন কমিশনের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ। বিকেল পৌনে ৫টায় এ ভাষণ রেকর্ড শেষ হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে এ ভাষণ সম্প্রচার করবে।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বাংলামেইলের কাছে ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অন্যান্য তারিখগুলো সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।
এদিকে সারাদেশের ৩শটি আসনের রিটার্নিং ও সহকারি রিটার্নিং অফিসারও ঠিক করা হয়েছে। জেলা প্রশাসকদেরই রিটার্নিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা যায়। আর সহকারি রিটার্নিং অফিসার হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোনো কোনো আসনে উপজেলা ভূমি কমিশনার এ দায়িত্ব পালন করবেন। কমিশন কর্মকর্তাদের মধ্য থেকে সারাদেশে মাত্র ১৬জন কর্মকর্তা এ দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
জাতির উদ্দেশ্যে ভাষণে সিইসি সব রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশ নেয়ার প্রতি আহ্বান জানাবেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতেও সবার সহযোগিতা চাইবেন তিনি। নির্বাচনকে উৎসব মুখর করতে সবার প্রতি তার আহ্বান পাওয়া যাবে এ ভাষণে।
উৎসঃ বাংলামেইল২৪
প্রতিক্রিয়া : ধক্ ধক্ করনে লাগা
বিষয়: বিবিধ
৯১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন