'তোরা না দিলে কেমনে চলমু?’

লিখেছেন লিখেছেন হতভাগা ২২ নভেম্বর, ২০১৩, ০৪:১৫:১০ বিকাল



22 Nov, 2013 সদরঘাট টার্মিনালে যাত্রী উঠানোর কাজে ব্যস্ত ইসিটি সার্ভিস পরিবহনের একটি গাড়ির সামনে দাঁড়িয়ে চালকের উদ্দেশে ট্রাফিক পুলিশ সালাম বলেন, ‘এই বেটা গাড়ি ভেতরে ঢুকাইলি ক্যান? একদম চাক্কা পাংচার কইরা দিমু। দেখস না তোর কারণে কেমন জ্যাম লাগছে?

কথাগুলো বলতে বলতেই ঠিক গাড়ির চাকার পাশে বসে পড়েন তিনি।

ট্রাফিক সদস্য সালামের এমন আচরণে ভয় নেই চালক রহমত উল্যাহ ও হেলপার বাহার উদ্দিনের। কারণ তারা সালামের ধমকের শেষটা জানেন। সামান্য কিছু টাকা দিলেই শান্ত হয়ে যাবেন তিনি।

গাড়ির চাকার পাশে সালামকে বসা অবস্থায় দেখতে পেয়ে হেলপার বাহার বলেন, ‘স্যার এমন করেন ক্যান? ওদিকে যাত্রী নাই। হেল্লাই ইয়ানে আইছি। আমরা আছি না। কিছু লাগলে বলবেন তো।’

তীব্র ক্ষোভের সুরে সালাম বলেন, ‘বেটা কথা বলিস না। এখন কিছু দে। তোরা না দিলে আমরা চলমু কেমনে?’

হাতের মুঠো থেকে একটি বিশ টাকার নোট সালামের হাতে দিয়ে বাহার বলেন, ‘স্যার আপনারা আছেন দেহিইতো আমরা আছি। চিন্তা করবেন না। আমাদেরকে এমন সুযোগ দিলেই তো হয়।’

টার্মিনাল এলাকায় সিএনপি ও রিকশা ছাড়া বড় ধরনের গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে পুলিশের। শুক্রবার ভোরে যাত্রী না পেয়ে পুলিশের এমন নিষেধাজ্ঞা উপেক্ষা করে অধিক যাত্রী পাওয়ার আশায় টার্মিনালের গেটে ঢুকে পড়ে রাজধানীর মিরপুর টু সদরঘাট রুটে চলাচলকারী ইসিটি পরিবহনের একটি গাড়ি। এতে টার্মিনাল গেটে সৃষ্টি হয় তীব্র যানজট।

বাসের হেলপার বাহার উদ্দিন বাংলামেইলকে বলেন, ‘পুলিশ আমাদেরকে ঢুকতে না দিলে আমরা সেখানে যাই কেমনে? তাদেরকে কিছু দিয়ে দিলে আর সমস্যা হয় না।’

অভ্যাসগতভাবে কথ্যভাষায় তিনি বলেন, ‘তারাই জ্যাম সিরিষ্টি করে। টাহার জন্য আমাদেরকে দাড়াইয়া রাহে। বাড়াবাড়ি করলে মামলা দিয়ে দেয়। হেল্লাই কিছু দিয়ে দিই। আর সমস্যা হয় না।’

এ বিষয়য়ে জানতে চাইলে ট্রাফিক সদস্য সালাম হাসির সুরে বলেন, ‘ভাই এই শীতের মধ্যে ডিউটি করি। সামান্য কিছু চা-নাস্তার পয়সা না হইলে চলে?’

এভাবে প্রতিদিন কত টাকা আয় হয় জানতে চাইলে তিনি বলেন, ‘না ভাই, আর কখনো কারো থেকে টাকা পয়সা নিইনি। ওরা দিয়েছে তাই নিলাম। আর আপনিও তা দেখে ফেললেন! আর কখনো নিবো না। ভাই ক্ষতি করবেন না।’

এর পর তিনি বাসের হেলপারকে ডেকে এনে বলেন, ‘এই উনাকে পৌঁছাই দিবি। ভাড়াটাড়া নিস না। যান ভাই চলে যান।’

বাংলামেইলের এ প্রতিনিধি তার এমন প্রস্তাবে সাড়া না দেয়ায় তিনি ক্ষমা চাইলেন। পরক্ষণে উৎকোচের টাকাও ফেরৎ দিলেন বাস হেলপারকে।

উৎসঃ বাংলামেইল২৪

বিষয়: বিবিধ

১১২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File