ইডেনের হোস্টেলে নেত্রীর কক্ষে ছাত্রলীগ নেতা!
লিখেছেন লিখেছেন হতভাগা ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৫২:০৮ রাত
ইডেন সরকারি মহিলা কলেজের রাজিয়া হলে ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অবৈধ প্রবেশ ও অবস্থানের অভিযোগ উঠেছে। ছাত্রীহলে কোনো ছেলের অবস্থানের প্রতিবাদে নিরাপত্তা চেয়ে অধ্যক্ষের কাছে চিঠি লিখেছে ছাত্রীরা।
এ প্রবেশের বিরুদ্ধে তারা প্রকাশ্যে মুখ না খুললেও ফুঁসে উঠছে ভেতরে ভেতরে। নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে কোনো আন্দোলনে না গেলেও গণমাধ্যমে প্রতিবাদ জানিয়েছে তারা। এ ধরনের আচরণকে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা ও অভিভাবকদের জন্য উদ্বেগের বিষয় বলেও মনে করছে ছাত্রীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক ইডেনের রাজিয়া হলের ছাত্রীদের পক্ষ থেকে অধ্যক্ষকের কাছে পাঠানো চিঠি থেকে জানা যায়, ‘ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব হাসান সুইম গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ইডেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান অর্চির রুমে প্রবেশ করে এবং দেড় ঘণ্টা সেখানে অবস্থান করেন। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তিনি এ কাজ করেছেন। আর অর্চিও তাতে বাধা দেননি।’
চিঠিতে আরো বলা হয়েছে, ‘ছাত্রী হলে ছেলেদের অবাধ প্রবেশ ও অবস্থান মেয়েদের নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে। এমন অবস্থা চলতে থাকলে ইডেন কলেজের সুনাম ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি অভিভাবকরাও উদ্বিগ্ন থাকবেন। ভবিষ্যতে অভিভাবকরা তাদের সন্তানদের ইডেনে পাঠাতে চিন্তা করবেন।’
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধও জানানো হয়েছে চিঠিতে।
চিঠির অনুলিপি শিক্ষামন্ত্রী, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও বিভিন্ন গণমাধ্যমেও পাঠানো হয়েছে।
তবে ইডেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান অর্চি এ অভিযোগ অস্বীকার করেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি বাংলামেইলকে বলেন, ‘যারাই অভিযোগ করুক এ ঘটনা সত্য নয়। আমাদের ক্যাম্পাসে ছেলেদের প্রবেশের সুযোগ নেই। সেক্ষেত্রে হলে আমার রুমে কোনো ছেলের আসার সুযোগ নেই।’
এদিকে এ ব্যাপারে কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন ইডেন কলেজের কলেজের অধ্যক্ষ রওশন আরা। তিনি বাংলামেইলকে বলেন, ‘মহিলা কলেজে ছেলেদের প্রবেশের সুযোগ নেই। এছাড়া আগামীকাল (শনিবার) ছাত্রীদের হল উদ্বোধন করতে আসবেন প্রধানমন্ত্রী। সেজন্য নিরাপত্তায় এসএসএফসহ গোয়েন্দা সংস্থারা নিয়োজিত। এতো কঠোর নিরাপত্তার মধ্যে কোনো ছেলের প্রবেশের সুযোগ নেই।’
উৎসঃ বাংলামেইল২৪ডটকম
বিষয়: বিবিধ
২৩৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন