শফীর ‘তেঁতুল’ কি উনি?

লিখেছেন লিখেছেন হতভাগা ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ১০:২২:০৬ রাত



বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াই ‘তেঁতুল হুজুরের তেঁতুল’ কি না এমন প্রশ্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আল্লামা শফি মেয়েদের তেঁতুল বলেছেন। আমাদের বিরোধী দলীয় নেত্রীই তার সেই তেঁতুল কিনা আমি জানি না। তিনি যেভাবে সাজুগুজু করে থাকেন, তাকে দেখে শফি সাহেবের লালা পড়ে কিনা?’

কক্সবাজারের উখিয়ায় কয়েকটি সরকারি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেনে, কক্সবাজরে পরমাণু চিকিৎসা কেন্দ্র খুলে দিয়েছি। বিএনপি এরশাদের আমলে এই কক্সবাজারে কোন উন্নয়ন হয়নি বলেও অভিযোগ প্রধানমন্ত্রীর।

ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে মামলায় জয়ের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা মিয়ানমারের সঙ্গে সমৃদ্রসীমা নিয়ে মামলায় জয় লাভ করেছি। আগামীতে ভারতের সঙ্গেও আমরা সমুদ্রসীমা নিয়েও জয় লাভ করবো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘একটা জাতির উন্নতি ও সমৃদ্ধির জন্য সে জাতির সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত হতে হয়। আমরা আমাদের ছেলে মেয়দের শিক্ষিত করে তুলতে শিক্ষা সহায়তা ট্রাস্ট ফাণ্ড গঠন করেছি। এক লাখ ৩৭ হাজার ছাত্রীকে বৃত্তি দিয়েছি। আগামীতে ছাত্রদেরও বৃত্তি দেব।’

বক্তব্যের শেষ পর্যায়ে এসে প্রধানমন্ত্রী জনতার উদ্দেশ্যে বলেন, আপনাদের ভালবাসায় আমি সন্তুষ্ট। আপনারা আমার জন্য যা করেছেন এর প্রতিদান আমি দিতে পারবো না। তাই কবির ভাষায় বলে যাই বিদায় বেলা দেবার কিছু নাই, নি:স আমি, রিক্ত আমি, দেয়ার কিছু নাই। আছে শুধু ভালবাসা দিয়ে গেলাম তাই।

উৎসঃ ঢাকাটাইমস২৪

বিষয়: বিবিধ

১৩৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File