‘ঘোমটা দিয়ে থাকি, পরচুলা পরি না’

লিখেছেন লিখেছেন হতভাগা ৩০ আগস্ট, ২০১৩, ১০:১৪:৩৩ রাত



আন্দোলনের বাতাসে সব চুল উড়ে যাবে- বিরোধীদলীয় নেতার এমন বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি পরচুলা পরি না। উড়ে যাওয়ার সুযোগ নেই।’

জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বিরোধীদলীয় নেতা নাকি এমন বাতাস দিবেন, আমার মাথার চুলই থাকবে না। আমি তো ঘোমটা দিয়ে থাকি, আপনাদের দেখাতে পারছি না। আমি পরচুলা পরি না, আমার চুল উড়ে যাওয়ার সুযোগ নাই। যা আছে আসল, নকল কিছু নাই।’

তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা পরচুলা পরেন। তার মাথা থেকে পা পর্যন্ত নকল। তাই উড়ে যাওয়ার ভয় তার আছে, আমার সে ভয় নাই।’

প্রসঙ্গত, গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সংবিধান সংশোধন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। এর থেকে একচুলও নড়া হবে না; ব্যাস।’

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়া রাজধানীতে এক অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, ‘জনগণের আন্দোলনের বাতাসে চুল উড়ে যাবে। এমন আন্দোলন হবে, চুল উড়ে দিশেহারা হয়ে যাবেন। চুল তো থাকবেই না, অস্তিত্ব নিয়ে টানাটানি পড়বে।’

এছাড়া আদালতের রায়ে সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে সরিয়ে দেয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ওই বাড়ি ছাড়ার সময় তিনি আকুল হয়ে কান্নায় ভেঙে পড়েছেন। ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুতেও তিনি এমন আকুল হয়ে কেঁদেছিলেন কিনা জানি না।’

এ সময় তিনি বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় থাকতে আমাকে ধানমন্ডির বাড়িতে যেতে দেয়া হয়নি। ওই বাড়িতে আমার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছিল। ওই বাড়ির সিড়িতে আমার বাবার রক্ত পড়েছিল। আমাকে সেখানে যেতে দেয়নি এবং দোয়া করতে দেয়নি। ধানমন্ডির বাসার সামনে আমাকে মিলাদ পড়তে হয়েছিল

’উৎসঃ আরটিএনএন

বিষয়: বিবিধ

১১৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File