সংসদে সংখ্যালঘুদের ৬০ আসন সংরক্ষণের দাবি

লিখেছেন লিখেছেন হতভাগা ৩০ আগস্ট, ২০১৩, ০৪:৩০:০২ বিকাল



জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ৬০টি সংরক্ষিত আসন রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একই সঙ্গে দুর্গাপূজার ছুটি একদিন থেকে বাড়িয়ে তিন দিন ও পৃথক একটি সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠারও দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবিধানে সব সম্প্রদায়ের লোকদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা থাকলেও হিন্দু সম্প্রদায়ের লোকেরা তা থেকে বঞ্চিত।

বক্তারা আরও বলেন, জাতীয় নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা ও নির্যাতন রোধে এবং তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সংসদের হিন্দু সম্প্রদায়ের জন্য ৬০টি সংরক্ষিত আসন রাখতে হবে।

একই সঙ্গে সংখ্যালঘু বিষয়ক একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠারও দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

ব্ক্তারা বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। তিন দিন ধরে এ উৎসবটি পালিত হয়। অথচ শুধু পূজার শেষ দিন সরকারি ছুটি থাকায় হিন্দু সম্প্রদায় পরিবার পরিজন নিয়ে ধর্মীয় উৎসব পালন করতে পারে না। তাই ছুটি তিন দিন করার দাবি জানাচ্ছি।

মানববন্ধন থেকে পূজা-পার্বণসহ সব ক্ষেত্রে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

অ্যাডভোকেট দীপন বন্ধু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক, মুখপাত্র পলাশ কান্তি দে, অর্থ সম্পাদক অধ্যাপক আনন্দ বিশ্বাস, যুগ্মমহাসচিব অরুণ মজুমদার প্রমুখ।

উৎসঃ বাংলামেইল২৪

বিষয়: বিবিধ

১২২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File