তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন

লিখেছেন লিখেছেন হতভাগা ২৫ আগস্ট, ২০১৩, ১০:৩০:৫১ রাত





বির্তকিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে এনে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে তসলিমা নাসরিন বন্ধুজন নামে একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনতিবিলম্বে তসলিমার পূর্ণ নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে তার দেশে ফেরার সব আইনি বাধা তুলে নিন।

তারা বলেন, তসলিমা নাসরিন নারী অধিকারের কথা বলতে গিয়ে শুধু ধর্মীয় মৌলবাদীদের আক্রমণের শিকার হননি বরং রাষ্ট্র ও গোটা পুরুষতান্ত্রিক সমাজের ষড়যন্ত্রের কবলে পড়েন।

তারা বলেন, দীর্ঘ ২০ বছর তসলিমা নাসরিনকে দেশে ফেরার অনুমতি না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।

তারা ধর্মীয় মৌলবাদীসহ সংবিধান বিরোধী সব রাজনৈতিক দল নিষিদ্ধের দাবি জানান।

মানববন্ধনে তসলিমা নাসরিন বন্ধুজন সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন- লাভলী ইয়াসমিন,মো.অলামিন, নাহিদা আক্তার, সাজ্জাদ রাজু প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৯৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাওতর অভিযোগে জামায়াতসহ ইসলামপন্থি দলগুলোর আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৎকালীন বিএনপি সরকার তসলিমা নাসরিনকে দেশ ত্যাগে বাধ্য করে

উৎসঃ প্রাইমখবর

বিষয়: বিবিধ

১৫১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File