পর্নোতে আর ফিরতে চান না সানি লিওন

লিখেছেন লিখেছেন হতভাগা ১২ আগস্ট, ২০১৩, ০৯:৫৮:০২ রাত



সানি লিওন বিশ্বাস করেন বলিউডে একটা শক্ত অবস্থান গড়তে সক্ষম হয়েছেন তিনি। এছাড়া ভবিষ্যতে তার অভিনয় দক্ষতা দিয়ে আরও ভালো অবস্থান যাবেন তিনি। পর্নো ইন্ডাস্ট্রিতে ফিরে পরিকল্পনা নেই তার।

৩২ বছর বয়সী ইন্দো-কানাডিয়ান পর্ণ তারকাকে এবার দেখা যাকে রিয়েলিটি শো ‘বিগ বস’য়ে। এবছর তো বটেই আগামী বছরেও একাবারে শক্ত সিডিউলে আছেন সানি লিওন।

সানি বলেন, ‘বলিউড ইন্ডাস্ট্রি আমাকে গ্রহণ করেছে। আমি ভৌতিক, থ্রিলার ও অ্যাকশন সবধরনের সিনেমাতেই মানানসই। এছাড়া আমার হাতে আরও তিনটি সিনেমা রয়েছে। এগুলো হলো ‘রাগিনী এমএমএস ২’, ‘জ্যাকপট’ ও ‘টিনা এন্ড লুলু’। সুট্যিং ছাড়া এখন জন্য কিছু নিয়ে চিন্তা করার সময় নেই।

সানি বর্তমানে কাইজাদ গুস্তাবের ‘জ্যাকপট’ সিনেমার সুট্যিং নিয়ে ব্যস্ত। এ সিনেমায় সানির সঙ্গে রয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

জ্যাকপটের সুট্যিং সম্পর্কে সানি বলেন, ‘আমি নাসিরুদ্দিন শাহের থেকে অভিনয়ের বিভিন্ন কৌশল রপ্ত করছি।’

উৎসঃ ঢাকাটাইমস২৪

বিষয়: বিবিধ

১১৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File