‘টাইটানিক ডুবিতে অনেক সময় লেগেছে, নৌকা ডুবিতে কত সময় লাগবে জানিনা’- আইনজীবী ড. তুহিন মালিক

লিখেছেন লিখেছেন হতভাগা ০৮ আগস্ট, ২০১৩, ০৫:৫৭:৪৫ বিকাল



‘টাইটানিক ডুবিতে অনেক সময় লেগেছে, নৌকা ডুবিতে কত সময় লাগবে জানিনা’- আইনজীবী ড. তুহিন মালিক বুধবার রাতে একুশে টিভির লাইভ টকশোতে একথা বলেন। তিনি বলেন, ‘প্রতিবছর আগস্ট মাস একটা শোক থাকে এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বিয়ে-শাদীতেও যায় না। বড় বড় ব্যানারো থাকে কাঁদো বাঙ্গালি কাঁদো। কিন্তু এ বছর শোকের মাসে তারা বিলবোর্ডের উৎসব করছে। এছাড়া চর দখলের মত করে বিলবোর্ডগুলো দখল করে নেওয়া হয়েছে। গণমাধ্যমের বিলবোর্ডের দখল করে তথ্য প্রবাহের স্বাধীনতার বিলবোর্ড টানানো হয়েছে। টানানো হয়েছে ভাঙ্গা রাস্তার ওপরে যোগাযোগ ক্ষেত্রে সাফল্যের বিলবোর্ড। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার বিলবোর্ডের নিচে অসংখ্য ক্ষুধার্ত মানুষকে ভিক্ষা করছে। এ যেন সুকান্তের ভাষায়, ব্যর্থতার রাজ্যে সরকার বিলবোর্ড, পূর্ণিমার চাঁদ যেন পদ্মাসেতুর খুঁটি।’

তিনি আরও বলেন, ‘সাধারন মানুষ প্রবৃদ্ধি, রিজার্ভ এগুলো বুঝে না, সাধারন মানুষ কিন্তু বুঝে আমার ১০ টাকার চাল কোথায়? ঘরে ঘরে চাকরি কোথায়? বিনামূল্যে সার কোথায়? শেয়ারবাজারের টাকা গেল কোথায়? পদ্মাসেতু কোথায়? এই জিনিসগুলো বিলবোর্ডে থাকলে ভালো হতো। এবং কে গভীর রাতে তাহাজ্জুদ পড়তে যায় তা দেখতে যায় না, মানুষ দেখতে চায় সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহীম মুছে গেছে। এবং আলেমদেরকে গভীর রাতে যেভাবে হত্যা ও নির্যাতন করা হয়েছে তা যদি বিলবোর্ডে থাকত তাহলে মানুষ অনেক প্রশ্নের উত্তর পেত।

’উৎসঃ নিউজইভেন্ট২৪

ক্লোজ শট :



বিষয়: বিবিধ

১৪০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File