৪৮ ঘণ্টা কেন, ৪৮ মাসেও মানা হবে না
লিখেছেন লিখেছেন হতভাগা ০৪ মে, ২০১৩, ১০:০০:২১ রাত
‘৪৮ ঘণ্টার মধ্যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতে হবে’—। মতিঝিলে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ১৪ দলের নেতারা বলেছেন, আলটিমেটাম দিয়ে কখনো দাবি আদায় হবে না। তাঁদের মতে, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া না দিয়ে খালেদা জিয়া দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন।
আজ সন্ধ্যায় প্রথম আলো ডটকমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ১৪ দলের নেতারা এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘চার বছর ধরেই তিনি আলটিমেটাম দিয়ে যাচ্ছেন। আলটিমেটাম খালেদা জিয়ার ফাঁকা আওয়াজ। একটি নির্বাচিত সরকার কখনো এ ধরনের হুমকি-ধমকিতে ভয় পায় না। তাঁদের অযৌক্তিক আবদার মেনে নেওয়া হবে না।’
নাসিম বিরোধীদলীয় নেতার উদ্দেশে বলেন, ‘তিনি সংলাপ চান না, সংঘাত চান। গত চার বছরে গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে এ ধরনের সংঘাতের পথ বেছে নিয়েছেন। তাঁর আলটিমেটাম ৪৮ ঘণ্টায় কেন, ৪৮ মাসেও মানা হবে না।’
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া না দিয়ে খালেদা জিয়া দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন। তাঁর কাছ থেকে সংলাপ প্রত্যাখ্যানের ঘোষণা জাতি প্রত্যাশা করেনি। তিনি এখনো সাংবিধানিকভাবে বিরোধীদলীয় নেতা। তিনি যে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন, মনে হয় সেটা বাড়াতে হবে। কারণ, এর আগে বহু আলটিমেটামের মেয়াদ তিনি বাড়িয়েছেন।’ রাজনৈতিকভাবে খালেদার আলটিমেটাম প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন সুরঞ্জিত।
প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার চায়ের দাওয়াতের বিষয়ে সুরঞ্জিত বলেন, ‘তিনি আমাদের আহ্বানে সাড়া দেননি। সুতরাং তাঁর দাওয়াত রক্ষা প্রধানমন্ত্রীর জন্য কঠিন হবে।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘এই আলটিমেটাম খালেদা জিয়ার পতনকেই ত্বরান্বিত করবে। তাঁকে আলোচনায় আসতেই হবে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে খালেদা জিয়া সাড়া না দিয়ে প্রমাণ করেছেন তিনি দেশে শান্তি চান না। তাঁর দুই ছেলেসহ দলের নেতাদের নামে যে মামলা দেওয়া হয়েছে, সেগুলো তুলে নিতে চাপ সৃষ্টি করেছেন। কিন্তু সাংবিধানিক বিরোধীদলীয় নেতা কখনো এ ধরনের আলটিমেটাম দিতে পারেন না।’ তিনি বলেন, ‘দেশের স্থিতিশীলতার স্বার্থে সব ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে ফিরে আসুন। সংঘাত দিয়ে কখনো দাবি আদায় হয় না।’
সূত্র : দৈনিক প্রথম আলো
বিষয়: বিবিধ
১২৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন