মেঙ্গো পিপল ও শুসিলের কথপোকথন
লিখেছেন লিখেছেন মৃত্যুই শেষ ঠিকানা ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:১২:০৪ রাত
১. মেঙ্গো পিপলঃ>> শাহবাগের আন্দোলনকারীদের নেত্রীত্বে নাস্তিকরা কেনো?
শুসিলঃ >> আরে ভাই, সেখানে দেশের জন্যে আন্দোলন হচ্ছে, নাস্তিকদের পক্ষে না। সো, আন্দোলনকারীদের মধ্যে নাস্তিক আছে কি না এই প্রশ্ন অবান্তর।
কয়েকদিন পর……………
মেঙ্গো পিপলঃ>> আসেন ভাই, মহানবীকে অবমাননাকারীদের বিরুদ্ধে দেশের আলেম সমাজ যে আন্দোলন করছে তাতে শরিক হই।
শুসিলঃ>> আলেমদের আমরা শ্রদ্ধা করি, ভালবাসি। কিন্তু আলেমদের এই আন্দোলনে জামাত-শিবির থাকলেও থাকতে পারে।
মেঙ্গো পিপলঃ>> আরে ভাই, সেখানে মহানবীকে অবমাননাকারীদের বিরুদ্ধে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহবান জানাতে আন্দোলন হচ্ছে, জামাত-শিবিরের পক্ষে না। সো, আন্দোলনকারীদের মধ্যে জামাত-শিবির আছে কি না এই প্রশ্ন অবান্তর।
শুসিলঃ>> তুই রাজাকার! তুই রাজাকার!
২. মেঙ্গো পিপলঃ>> যেসব ব্লগে ধর্মকে অশ্লীল ভাষায় উপহাস করা হয় সেইগুলি বন্ধ করে দেওয়া উচিত।
শুসিলঃ>> কি বলেন ভাই। কারো বাকস্বাধীনতা হরণ করা তো ঠিক না। আপনি ব্লগেই নাস্তিকদের প্রতিহত করুন। লেখার জবাব লেখার মাধ্যমেই দেওয়া উচিত।
মেঙ্গো পিপলঃ>> আপনি যদি বাকস্বাধীনতার জন্য এতই বেকুল হয়ে থাকেন তাহলে আমারদেশ বন্ধ করার দাবি করেন কেন? সোনারবাংলাদেশ ব্লগ বন্ধ করা হল কেন?
সোনারবাংলাদেশ ব্লগের জামাতশিবিরের অপপ্রচারের জবাব তো সেখানেই লেখার মাধ্যমে দেয়া যেত!
শুসিলঃ>> তুই রাজাকার! তুই রাজাকার!
৩. মেঙ্গো পিপলঃ>> ভাই, আপনে আমারে খালি রাজাকার রাজাকার করতেছেন কেন? আমার জন্ম ১৯৭১ এর অনেক পরে।
শুসিলঃ>> তাইলে তুই রাজাকারের বাচ্চা!
মেঙ্গো পিপলঃ>> আরে কি বলছেন যা তা আমার বাবা তো মুক্তিযোদ্ধা ছিল!
শুসিলঃ>> তাইলে ক জামাত-শিবির রাজাকারদের বিচার চাস কি না?
মেঙ্গো পিপলঃ>> হ্যা চাই। তবে, শুধু জামাতের না, সবদলের/আওয়ামীলিগের রাজাকারদেরও বিচার চাই। আর ন্যায় বিচার চাই।
শুসিলঃ>> তুই রাজাকার! তুই রাজাকার!
বিষয়: বিবিধ
১২১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন