শেয়ার মার্কেটে ধারাবাহিক ধ্বসঃ রাষ্ট্র ব্যস্ত শাহবাগে।। নাগরিক ও বিনিয়োগকারীর অভিবাবকহীন

লিখেছেন লিখেছেন বিনয়ী বালক ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:০৪:২৬ দুপুর





শেয়ার হলো একটা কোম্পানির মালিকানার ক্ষদ্র ক্ষদ্র অংশ যা প্রাথমিক ভাবে বিক্রি করে একটা কোম্পানি তার মূলধন সংগ্রহ করে।

প্রাথমিক এই শেয়ারগুলো পরবর্তিতে এক হাত থেকে আরেক হাতে বিক্রি হয় শেয়ার মার্কেটের মাধ্যমে।

মানুষ দুই ধরনের প্রত্যাশায় শেয়ার বিনিয়োগ করে।

০১। Capital Gain এর আশায়। ক্রয় মুল্যের চাইতে যদি বিক্রয় মূল্য বেশী হয় তাহলে লাভ পাওয়া যায়।

০২। Dividend Gain, বছর শেষে কোম্পানি তার লাভের যে অংশটি শেয়ার হোল্ডারদের ভাগ করে দেয় সেটা হলো লভ্যাংশ।

মানুষ তার নিয়মিত আয়ের পাশাপাশি আরেকটু রোজগারের আশায় কষ্টার্জিত সন্চয়টি বিনিয়োগ করে শেয়ার মার্কেটে। তাই তার স্বপ্নটিও বেশি জড়িত থাকে এখানে।

বর্তমান বাম নিয়ন্ত্রীত সরকার (বামরা সাধারনত পুঁজিবাদ বিরোধী) এর গত ০৩ বছর বিনিয়োগকারীরা তাদের মূলধন এর প্রায় পুরোটা হারিয়ে বসে।

জানুয়ারী মাসের শেষার্ধ থেকে শেয়ার মার্কেট আবার কিছুটা আশার সন্চার করে।

কিন্তু ফেব্রূয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মার্কেট প্রতিদিন গড়ে ৪০% করে সূচক হারাতে থাকে। এতে বিনিয়োগকারীরা আবার হতাশায় নিমজ্জিত হয়।

মজার ব্যাপার হলো, না সরকার, না বিরোধীদল, কেউ শেয়ারমার্কেট নিয়ে কোন আশাব্যন্জক কিছু বলছেন না।

সবাই ব্যস্ত এক শাহবাগ নিয়ে। হয়তো সময় এসেছে ভাববার, এক শাহবাগ সব সমস্যাকে আড়াল করছে না তো?

বিষয়: বিবিধ

১২২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File