দেশব্যাপী বিক্ষোভ, সন্ত্রাস, হামলা, খুন। আর মায়েদের দুঃশ্চিন্তা। বাবা ভালো থাকিস।

লিখেছেন লিখেছেন বিনয়ী বালক ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:২৭:৩২ দুপুর

বাড়ি থেকে এইমাত্র মা ফোন করলো। লোডশেডিংয়ের মাঝখানে যেটুকু সময় টিভি দেখা হয়, কেবল খবরের চ্যানেলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন।

প্রচন্ড টেনশন এ আছেন মা। মাত্র সপ্তাখানেক আগে জরুরী কাজে গ্রামের বাড়ি গেছেন। টিভিতে গতকালের ঢাকা শহর সহ সারাদেশে নামাজি মুসল্লিদের উপর সরকারী পুলিশ এবং সরকার সমর্থকদের আক্রোশি আক্রমন তাকে ভাবিয়ে তুলেছে। কারন তার নিজের ছেলে মেয়েরা যে সকলে নামাজি।

টানা ২৩ বছর ধরে এলাকায় নিয়মিত যাইনা। বাড়ির পাশের নতুন জেনারেশন ও মনে করে আমি এলাকার অতিথি। চেহারা না চিনলেও নাম জানে সকলে। কি করি তাও জানে। ভালোও বাসে। অনেকে নিয়মিত ফোন করে। কখনও তাদের ব্যক্তিগত সমস্যার কথা ও বলে।

মা বাড়ি যাওয়ার পর তাদের খোজখবর মায়ের কাছে অনেক বেড়ে গেছে। আমি ঢাকাতে ঠিক আছিতো? রাস্তায় যেনো বেশি না থাকি।

এলাকার মানুষ অনেক চিন্তা করে। কিন্তু কিকরে বলি। সারাবাংলাদেশের প্রায় সকল মানুষ আজ নিরাপত্তাহীণ অবস্থায় আচে।

যদিও সরকার নাকি ১৯জন বিশেষ ধর্মবিরোধী নাস্তিকের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে।

তবে একটি বিষয় খুব ভালো লেগেছে। টিভি কিংবা মিডিয়ার একপেশে অসত্য প্রকাশ ও প্রচারনা জনগনকে খুব একটা বিভ্রান্ত করতে পারেনি।

আর এটাও সত্য এক শাহবাগে সব ইস্যু ঢেকে দেওয়া সম্ভবনা।

আল্লাহ তার বান্দাদের নিরাপত্তার দায়িত্ব নেন-- এটাই আমাদের সকলের মায়েদের জন্য শান্তনা।

বিষয়: বিবিধ

১০৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File