আজ আবার লেখা শুরু করলাম। ইনশআল্লাহ আমৃত্যু এই অভিযান চালিয়ে যাবো
লিখেছেন লিখেছেন বিনয়ী বালক ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:২৫:৩১ রাত
আজ আবার লেখা শুরু করলাম। ইনশআল্লাহ আমৃত্যু এই অভিযান চালিয়ে যাবো।
মাঝখানে বিরতি দিয়েছিলাম। দেখছিলাম গোটা জাতি তাকিয়ে আছে শাহবাগের ১০০ গজের মধ্যে। গোটা বাংলাদেশ মাত্র ১০০ গজ।
আর কোন সমস্যা নাই। ১০০ গজের উচ্ছাস আমাদের ১৬ কোটি মানুষের ৫৬হাজার বর্গমাইলের সকল সমস্যার সমাধান করবে শাহবাগের ১০০ গজ।
আমার মতো অনেকেই তা মনে করে না। তবে নাড়া তো জাতিকে একটা দিয়েছেই শাহবাগের জাগরণ।
এখান থেকে জাতি কি তার একতা এবং মুক্তির পথ দেখবে?
মাছের পচন শুরু হয় তার মাথা থেকে। নেতৃত্বের মাথাটই যদি থাকে প্রশ্নবোধক তাহলে ফলাফল টা প্রশ্নহীন থাকে কি করে।
বিষয়: বিবিধ
১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন