এবার নিজ ছাত্রের বিরুদ্ধে শিক্ষিকার ধর্ষণ মামলা

লিখেছেন লিখেছেন হাকালুকি ২১ ডিসেম্বর, ২০১৪, ০৫:৪৪:৫৩ বিকাল

আরটিএনএন

ঢাকা: এবার নিজ ছাত্রের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক শিক্ষিকা।

রাজধানীর শ্যামলীর একটি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউটের ওই শিক্ষিকা মিরপুর থানায় মামলাটি করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মইনুল ইসলাম জানান, শিক্ষিকা নিজেই বাদী হয়ে রবিবার মামলাটি দায়ের করেন।

তিনি বলেন, শিক্ষিকার শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তিন মাস আগে ওই শিক্ষিকার সঙ্গে অভিযুক্ত ছাত্রের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতে থাকে অবাধ মেলামেশা।

এর জেরে ওই শিক্ষিকা তার ছাত্রকে বিয়ের জন্য চাপ দিলে ছাত্র তা মানতে অস্বীকার করে।

অবশেষে রবিবার ওই শিক্ষিকা তার প্রেমিক ছাত্রের বিরুদ্ধে মামলা করেন!

------------ এই হলো দেশের খবর! পুরো সমাজটাই কি পচে যাচ্ছে!! এ কি আমার সোনার বাংলা?!

বিষয়: বিবিধ

১৩৬১ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296240
২১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৭
হতভাগা লিখেছেন : অস্থির এক পরিস্থিতি বিরাজ করছে দেশে আজ
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১৪
239766
হাকালুকি লিখেছেন : এ থেকে উত্তরণের উপায় কি?
২২ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৪৯
239853
হতভাগা লিখেছেন : ঘটনা দুজনের সন্মতিতেই হয়েছে । এখানে ধর্ষন কোথায় হল ? বরং মেয়েটি লাভ করতে পারে নাই বলে এটাকে ধর্ষন বলে চালিয়ে দিতে চাইছে , যেমনটা হ্যাপী করছে রুবেলের সাথে।

এখানে থানা পুলিশ করারও কি মানে ? এই সব মেয়েরা বিয়ে করলেও যে পরে স্বামীর কাছ থেকে ইচ্ছামত খসাতে না পারলে স্বামীর উপরও ধর্ষনের অভিযোগ আনবে না সেটা কি নিশ্চিত ভাবে বলা যায়?
296243
২১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ৩ মাসের প্রেম তারপর সরাসরি বেডে। কি সুন্দর দেখা গেলো।
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১৬
239767
হাকালুকি লিখেছেন : এই শিক্ষিকার কাছ থেকে ছাত্ররা কি শিখবে?
296247
২১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
মোতাহারুল ইসলাম লিখেছেন : এখানে ধর্ষন কোথায় হলো? রাস্ট্রিয় বা সামাজিক কোন আইনে ব্যাভিচার বৈধ?
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১৯
239769
হাকালুকি লিখেছেন : ধর্ষন-ঘর্ষন যাই বলুন- যা হয়েছে তাকে বলে মুল্যবোধের অকাল মৃতু্য
296248
২১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
লাল সবুজ লিখেছেন : বাঃ এরই নাম কি ডিজিটাল বাংলাদেশ, না টালমাটাল বাংলাদেশ?
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২০
239770
হাকালুকি লিখেছেন : ডিজিটাল বলেন আর এনালগ বলেন ভাই- জাতি হিসেবে আমরা কি গর্তের দিকে এগিয়ে যাচ্ছি না!
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২০
239771
হাকালুকি লিখেছেন : ডিজিটাল বলেন আর এনালগ বলেন ভাই- জাতি হিসেবে আমরা কি গর্তের দিকে এগিয়ে যাচ্ছি না!
296254
২১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : বাহ!! কি চমৎকার!!
কেমন শিক্ষিকা! আর কেমন ছাত্র!!
লিভ টুগেদার আর ভাল্লাগেনা তাই বিয়ের জন্য চাপ? কি লাভ? কয়দিন টিকে এসব বিয়ে?
কথায় আছে পাপ কখনো মাটিচাপা থাকেনা, তাইতো আজ আমরা জানলাম....হুম!!
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২১
239772
হাকালুকি লিখেছেন : এই পাপাচারের শেষ কোথায়?
296262
২১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
sarkar লিখেছেন : এগুলি কি প্রমান করেনা আমাদের সামাজিক মূল্যবোধ ধ্বংসের তলানীতে গিয়ে ঠেকেছে।
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২২
239773
হাকালুকি লিখেছেন : তলানিটারও তলা ফুটো হয়ে গেছে ভাই!
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২২
239774
হাকালুকি লিখেছেন : তলানিটারও তলা ফুটো হয়ে গেছে ভাই!
296280
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটা নিউজ সাইটে শিক্ষিকার(!) ছবি দেখলাম!
এখানে মনে উলটা ছাত্রটার মামলা করা উচিত। কারন এটা হওয়ার কথা পরিক্ষায় ফেল করানর হুমকি দিয়ে ছাত্র ধর্ষন!!
296288
২১ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১৮
শেখের পোলা লিখেছেন : আমার দাদা বলতেন।'যে গুঁড়ি গুলেছ তা গিলতেই হবে'৷ তখন বুঝতামনা৷ এখন হাড়ে হাড়ে বুঝছি৷ এক কথায় আমরা কর্মফল ভোগ করছি৷
300979
২০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সুন্দর হয়েছে,অনেক ভাল লাগল, ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File