শঠে শঠ্যাং

লিখেছেন লিখেছেন মাটিরলাঠি ১৬ মার্চ, ২০১৩, ১১:২৪:৩২ রাত

একবনে সিংহ রাজা, ভালুক, বানর আর খরগোশ ইত্যাদি হল বিরোধীদল। রাজার ভাগিনা শিয়াল ও সুশীল সমাজ খেকশিয়ালদের নিয়ে রাজাকে পরামর্শ দিল – মহারাজ বিরোধীদলকে কন্ট্রোল করুন নইলেতো ... শেয়ার মার্ক, হুলমার্ক, ইলাসমার্ক, গুমমার্ক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ... তারিকখাম্বা দিয়াতো ঢাকা যাচ্ছে না। সময় থাকতে সাধু সাবধান।

সিংহ ভালুককে ডেকে মুখ থেকে বাতাস বের করে ভালুকের মুখে ছুড়ে দিয়ে বলল – গন্ধটা কেমন?

ভালুক কিছু না বুঝে বলল – মহারাজ খুবই দুর্গন্ধ?

কি? আমার মুখে দুর্গন্ধ; এতবড় আস্পর্ধা – বলে সিংহ ভালুককে খেয়ে ফেলল।

এবার সিংহ বানরকে ডেকে বলল গন্ধটা কেমন?

বানর বলল – খুবই সুগন্ধ।

কি আমার সামনে মিথ্যা কথা? বলে সিংহ দিল এক হুংকার। সাথে সাথে বানর এক লাফে উঁচু গাছে উঠে পড়ল। আর নীচে নামল না।

এবার সিংহ খরগোশকে একই প্রশ্ন করল। খরগোশ বলল – মহারাজ, আমার কয়েকদিন ধরে জবর সর্দি, নাক একবারে বন্ধ, প্রান গোপালের চিকিৎসা করছি, সুস্থ হয়ে এসে মহারাজ বলব গন্ধটা কেমন? বলে খরগোশ সেই যে বনের মধ্যে চলে গেল আর কোনদিন ফিরে এল না।

বিষয়: রাজনীতি

১২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File