আজ ১৬ই জুলাই দুপুরে পবিত্র কাবাঘর থাকবে ছায়ামুক্ত।
লিখেছেন লিখেছেন মাটিরলাঠি ১৬ জুলাই, ২০১৪, ০১:২৪:২২ রাত
বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী দুপুর ৩টা ২৭ মিনিটে এ ঘটনা ঘটবে। এ সময়ে সূর্য কাবা শরীফের ঠিক উপরে খাড়া ৯০ ডিগ্রী কোনে থাকবে ফলে কাবা শরীফের কোনো ছায়া থাকবে না।
সূর্যের চারদিকে ঘুরে আসার সময় পৃথিবীর বছরের দুটি দিন (মে মাসের ২৮ তারিখ বাংলাদেশ সময় ৩টা ১৮ মিনিটে ও জুলাই মাসের ১৬ তারিখ বাংলাদেশ সময় ৩ টা ২৭ মিনিটে সূর্য ঠিক কাবা শরীফের উপরে অবস্থান করে। এই দুইদিন সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে, সে দিকই হচ্ছে সঠিক কিবলাহ। পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই এটা সঠিক। যাদের পক্ষে সম্ভব এই অসাধারন ঘটনা প্রত্যক্ষ করুন ও সঠিক কিবলাহ ঠিক করে নিন। (কিবলা নির্ধারণের একটি পদ্ধতি)
এই বিষয়ে ব্লগার @নাজমুস সাকিব গালিব ভাইয়ের একটি সুন্দর পোষ্ট: গতকাল দুপুরে কাবাঘর ছিল ছায়ামুক্ত।
ইউটিউবেঃ Sun right above Ka'ba 28th May 2013 12:18 pm
**ছবি - গুগুল আর্থ।
বিষয়: বিবিধ
১৬৯৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে। জাজাকাল্লাহু খাইরান।
সুবহান্ আল্লাহ্। আল্লাহু আকবার।
মন্তব্য করতে লগইন করুন