মমিনের ঘন ঘন সালাম দেয়ার অর্থ ও গণজাগরণ মঞ্চ।

লিখেছেন লিখেছেন মাটিরলাঠি ১২ এপ্রিল, ২০১৪, ১২:২৭:৫৯ দুপুর

আমার এক বন্ধুর বাড়ী আর তার বড়ভাইয়ের শ্বশুর বাড়ী একই পাড়ায়।

বন্ধুর জবানীতে ঘটনাটা শুনুনঃ

“হটাৎ করে মমিন নামে একটি ছেলে রাস্তায় দেখা হলে লম্বা করে ও বিনয়ের সঙ্গে সালাম দিত। এর কয়েকদিন পরে ছেলেটি আমার বড় ভাইয়ের শালীকে নিয়ে পালিয়ে গেলো। তখন বুঝতে পারলাম সালামের অর্থ।"

*

*

*

হটাৎ করে গণজাগরণ মঞ্চ সরকারের চক্ষুশূল হয়ে গেলো। ইমরান সরকার অবাঞ্ছিত। চাঁদাবাজির তথ্য ফলাও করে প্রচার করা হলো।

কিন্তু সরকারের উদ্দেশ্য ও কুমতলবটা কি ধরতে পারছিলাম না।

মনে হচ্ছে এখন ধরতে পারছিঃ

“হাসিনা সরকার, আওয়ামী লীগ,ছাত্রলীগ সবাই আমাদের বন্ধু- আহমদ শফী।”



হাসিনা সরকার, আওয়ামী লীগ,ছাত্রলীগ সবাই কেমন বন্ধু তার সামান্য কিছু আলোকপাত সামুর ব্লগার @মৃত মানব-এর একটি পোস্টে আছে। নীচে তার লিঙ্ক দিলামঃ

(এখানে দেখুন)

“মানুষ কি মনে করে যে, তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে, আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না?” (আলকুরআন-২৯, আয়াত-২)

বিষয়: বিবিধ

১৬০৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206383
১২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫২
বিন হারুন লিখেছেন : হেফাজতে ইসলাম আলোচনায় আসার পর থেকে গতকাল পর্যন্ত হেফাজতের আমির আমার শ্রদ্ধেয় গুরুভাজন উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা শাহ আহমদ শফি'র নাম ব্যাবহারের ক্ষেত্রে 'প্রথম আলো', 'bdnews24' এবং 'banglanews24' কোনদিনই 'আল্লামা' শব্দটি ব্যাবহার করে নাই । কারন হচ্ছে, আল্লামা শব্দটির অর্থ, জ্ঞানী । অর্থাত্ তাকে আল্লামা বলা মানে, তাকে জ্ঞানী বলে স্বীকার করে নেওয়া । কিন্তু আশ্চর্জনক বিষয় হচ্ছে, গতকাল চট্টগ্রামে হেফাজতে ইসলাম আহুত 'শানে রিসালাত' সম্মেলনে আল্লামা শাহ আহমদ শফী'র পুরো বক্তব্যকে খন্ডিত করে কয়েকটি আলাদা ভাগে প্রথমেই bdnews24 এবং যথাক্রমে বাকিরাও আল্লামা শফির ব্যাপারে বিদ্বেষ ছড়াচ্ছেন । যে প্রথম আলো 'হেফাজত' আর 'শফী' এই শব্দ দুটোকে যমের মত ভয় পায় তারাও আজ একদম প্রথম পাতায় "হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী" সম্বোধন করে অত্যন্ত করুণা দিয়ে উদ্দ্যেশ্যমূলক শিরোনামে নিউজ ছেপেছে । এবার দেখা যাক আল্লামা শাহ আহমদ শফি হুযুর কালকে কি বলেছেন, তিনি বলেছেনঃ "হাসিনা সরকারকেও ধন্যবাদ দিতেছি, আমাদের কে ২/৩ বার ঘুরাইয়া পিরাইয়া হলেও অনুমতি দিছে, কি দিছে ? অনুমতি দিছে; তাই উনার জন্য ও দোয়া করছি আল্লাহ ওনাকে হেদায়েত করুক ৷ (এখানে) হাসিনার ভক্তরা আছেন ? হাসিনার ভক্তরা অদে- অদে (যেভাবে বলছি সেই ভাবে) পৌছায়া দিবেন, এখানে কোনো রদবদল করবেন না ৷ আমি কি দোয়া করতেছি, আমাদের অনুমতি দিছে ওয়াজ নসিহত করার জন্য, ওনাকেও আল্লাহ তা'আলা হেদায়েত করুক ৷ এই কথাটা পৌছায়া দিবেন নি ? না বলবেন সরকার বিরোধী বয়ান করেছে !! এই কথা বলবেন নি কোনো ? এই সরকারী ভাইয়েরা আপনারাও এই কথাটা পৌছায়া দিবেন । আওয়ামীলীগ আমাদের দুশমন না, ছাত্রলীগ দুশমন না, হাসিনা দুশমন না, (তাদের) কোনদিন গালাগালি করছি ? হে ছাত্রলীগের ভাইয়েরা, নাতি পতির সমান হবেন আপনারা ৷ আপনাদের জন্য দোয়া করতেছি, আলেম ওলামাদের দিকে বড় বড় চোখ করে দেখে বদদোয়া নেবেন না, বদদোয়া নেবেন না, আমরা তোমাদের গালাগালি করিনা, আমাদেরকে গালাগালি করতেছ ৷ আমার কথা বুজা যাইতেছে ? আল্লাহ তাদেরকেও হেদায়েত করো আমাদেরকেও হেদায়েত করো ৷ আল্লাহ বাংলাদেশকেও তুমি হেফাজত করো, দুশমন থেকে হেফাজত করো, বাংলাদেশকে হেফাজত করো, যারা বেবসায়ী ভাই তারা শান্তিতে নাই, তাদের ইনপোর্ট- এক্সপোর্ট ভালো ভাবে চলতেছে না আল্লাহ সব দিক দিয়ে বাংলাদেশকে শান্তি করে দাও, বাংলাদেশকে হেফাজত করো ৷" তার বক্তব্যে এতগুলো পজেটিভ কথা থাকলেও শুধুমাত্র তার সম্পর্কে কিছু সরলমনা লোকের মনে বিভ্রান্তি ছড়াতে আমাদের মিডিয়া যে বিষবাষ্প ছেড়েছে তা দারুণভাবে কাজও করেছে । কিন্তু সত্য তো আর চাপা থাকে না । মিডিয়ার ভন্ডামিও তাই চাপা থাকলো না । মুসলিম বাংলা ব্লগের সিনিয়র সম্পাদক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অনলাইন বিষয়ক সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার ভাই একদম মন্ঞ্চের সামনে থেকে গতকালকের পুরো সম্মেলন ভিডিও আকারে রেকর্ড করেছেন । এরপরেও আপনাদের কারো মনে কোনধরনের বিভ্রান্তি থাকলে আপনারা গতকালকের অনুষ্ঠানের আনকাট ভিডিও তার কাছ থেকে নিয়ে নিতে পারেন ।@ বিষয়: বিবিধ
১২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৩
155102
বিন হারুন লিখেছেন : ব্লগার রাফসান এর ব্লগ থেকে
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২০
155111
মাটিরলাঠি লিখেছেন : অনেক ধন্যবাদ @বিন হারুন ভাই। @রাফসান ভাইয়ের পোস্টটা দেখেছি।

আমি পোস্টে বলেছি, "মনে হচ্ছে ধরতে পারছি" - কোন সিদ্ধান্তে আসি নাই।

বিষয়টা নিয়ে আলোচনা হোক, সত্যটি বেড়িয়ে আসুক।

তবে ৫ই মে, ২০১৩, পুলিশ বলল যে, 'আপনাকে নিরাপত্তা দিতে পারবো না, আর উনি তাই শুনে হাজার হাজার কর্মীকে রেখে শাপলাচত্বর গেলেন না। এটা ভাই কখনই মেনে নিতে পারবো না।
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২১
155115
বিন হারুন লিখেছেন : উনি শাপলা চত্বরে গেলেন না. নাকি লালবাগ মাদ্রাসা থেকে বের হওয়ার পর পুলিশের বাঁধায় যেতে পারলেন না?
১২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
155219
মাটিরলাঠি লিখেছেন : "তারা কি মনে করে নিয়েছে যে, ঈমান এনেছি বললেই তাদেরকে মুক্তি দেয়া হবে? এ ব্যাপারে তাদেরকে বিন্দুমাত্র পরীক্ষা করা হবে না; অথচ তাদের পূর্বে যারাই ঈমানের দাবী করেছে তাদেরকে আমরা পরীক্ষা করেছি, যেন আল্লাহ জানতে পারেন যে, ঈমানের দাবী করার ব্যাপারে কে খাঁটি ও সত্যবাদী এবং কে মিথ্যাবাদী ৷" (আল-কুরআন-২৯ আয়াত-২-৩)

"কিছু সংখ্যক লোক এমন আছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনার দাবী করে; কিন্তু আল্লাহর পথে তারা যখনই নির্যাতিত হয়েছে, তখনই মানুষের নিযার্তনে তারা এতদূর ভীত হয়ে পড়েছে, ঠিক যতখানি ভীত হওয়া উচিত আল্লাহর আযাবের ৷ অথচ তোমার রবের কাছ থেকে সাফল্য ও বিজয় লাভ হলে এরাই অগ্রসর হয়ে বলবেঃ 'আমরা তোমাদের সাথেই ছিলাম' ৷ এদের মনের কথা কি আল্লাহ জানেন না? তবুও কোন্‌ সব লোক প্রকৃত মু'মিন এবং কোন্‌ সব লোক মুনাফিক, তা আল্লাহ অবশ্যই দেখে নেবেন।" (আল-কুরআন-২৯, আয়াত-১০- ১১)
206487
১২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৮
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
১২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪০
155183
মাটিরলাঠি লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ।
206620
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫২
মোহাম্মদ লোকমান লিখেছেন : সরকারের বিরোধীতা না করলে আল্লামা, আবার বিরোধীতা করলে অবজ্ঞা!
১২ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৫
155262
মাটিরলাঠি লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য ও মন্তব্যের জন্য। আগে অবজ্ঞা, এখন আল্লামা - এই বিষয়টাই ধরতে পারছিনা, তাই এই পোস্ট।
206789
১৩ এপ্রিল ২০১৪ রাত ০২:০৩
প্রবাসী মজুমদার লিখেছেন : আমার বিশ্বাস আল্লামা শফী যথার্থ বলেছেন। ৫ই মে যত লোক মরেছে, আমারও গা শিউরে উঠে। সময় বলে দেবে আল্লামা শফীযে ইসলামের জন্য নিবেদিত মানুষ। ধন্যবাদ।
১৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৭
155756
মাটিরলাঠি লিখেছেন : "আহলে হাদীস' সম্প্রদায়কে ‘জঙ্গিবাদের দোসর’ আখ্যা দিয়ে বাংলাদেশে তাদের তৎপরতা নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।" -এটা বলে নিজেদেরকে আরো বিতর্কিত করলেন তারা।

আপনাকে আমার ব্লগে দেখে খুবই ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File