বঙ্গবন্ধু ও ক্রিকেট
লিখেছেন লিখেছেন মাটিরলাঠি ২২ মার্চ, ২০১৪, ০৩:২৮:৫০ রাত
আজকাল স্কুলে বাচ্চাদের ড্রইং বা ছবি আঁকা বাধ্যতামূলক। ফলে মায়েদের টেনশনের শেষ নেই। বাচ্চারা সব সাবজেক্টে ভালো করলেও, ড্রইং-এ খারাপ করলে জিপিএ কমে যাবে, তাই ছোট থেকে ড্রইং শিখাতে হবে। ফলসরূপ বাংলাদেশে যেখানে সেখানে এখন প্রচুর আর্ট শিখার কোচিং সেন্টার গড়ে উঠেছে।
এরকম একটি ড্রইং কোচিং-এর ক্লাসরুমের দেয়ালে লাগানো বঙ্গবন্ধু’র হাত উঠানো উপরের ছবিটি দেখে এক বেবীক্লাসের বাচ্চা, তারই সহপাঠি ও বন্ধুকে বলছেঃ
১ম বাচ্চাঃ ‘দেখছিস! আউট দিছে।’
২য় বাচ্চাঃ ‘হ্যাঁ, পাকিস্তানকে আউট দিছে।’
দেখুন ক্রিকেট কি ভাবে আমাদের হৃদয়ে ও রক্তে প্রবেশ করে গেছে। অথচ আমাদের প্রিয়দল বাংলাদেশ অজ্ঞাত, অখ্যাত এক দল হংকং-এর কাছে কিভাবে এরকম লজ্জাজনক হার হারে?
প্রিয় মুশফিক বাহীনি – আমরা ব্যথিত, লজ্জিত, দুঃখিত, তবু তোমাদের সাথে থাকতে চাই – বিত্তবৈভব ও আর নামের চাকচিক্যে সমস্ত জাতির আশাটাকে ভুলে যেওনা।
গুডলাক বাংলাদেশ!!!
বিষয়: বিবিধ
১৬৭৫ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বঙ্গবন্ধুর আদর্শে উনারাও স্ব স্ব পজিশনে খ্যাতিমান
আচ্ছা কমেন্টের উত্তর ছবি এড্ করে দিবার কোন উপায় বিডিটুডেতে থাকেল প্লিস হেল্প করুন। আমি পাচ্ছি না।
ভুবুক্ষ সন্তানের আত্মচীতকারে পিতা নিরব
এমন পাষন্ড পিতাকে...
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন