ব্লগ, ব্লগ কর্তৃপক্ষ, মোডারেটর, সাধারন ব্লগার ও নাস্তিক
লিখেছেন লিখেছেন মাটিরলাঠি ০৪ এপ্রিল, ২০১৩, ০১:৫০:১৩ রাত
ওরা নাস্তিক। এতে সাধারন ব্লগারদের কোন অভিযোগ নাই। যে কেউ নাস্তিক হতে পারে, এটা তার ব্যাপার। ধর্মের সমালোচনা যুক্তিভিত্তিক করতে চাইলে করতে পারে, ধর্মের কোন কিছু বুঝতে চাইলে গঠনমূলক ও যুক্তিভিত্তিক প্রশ্ন করতে পারে, এটা তাদের অধিকার।
ব্লগের কিছু নাস্তিক আছে যারা আসলে ধর্ম বিদ্বেষী, মানবতা বিদ্বেষী, পরমত অসহিষ্ণু নাস্তিক, যাদের বিরুদ্ধে সাধারন ব্লগারদের অভিযোগ ও আপত্তি গুলো হল তারা -
১। পরমত সহ্য করতে পারে না।
২। কুরুচী সম্পন্ন ভাষা, বিদ্বেষমূলক ভাষা, বাবা মা তুলে গালাগালি করা।
৩। আল্লাহ্, নবী (সা) এর বিরুদ্ধে কুৎসামূলক লেখা, কটূক্তি ও গালাগালি করা।
৪। অন্যের বিশ্বাসে আঘাত করা।
৫। স্বাভাবিক কথা গালি ও বিদ্বেষ মিশিয়ে বলা, ইচ্ছাকৃত ভাবে বানান বিকৃত করে লেখা। প্রতিবাদকারী ব্লগারদের বিশেষ বিশেষ ট্যাগ দেওয়া।
৬। তাদের কোন প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিলেও তা বিদ্বেষ ও গালাগালি সহকারে অস্বীকার করা।
৭। এদের ঘৃণা ও বিদ্বেষ, কটূক্তি কেবল মাত্র ইসলামের বিরুদ্ধে। অন্য ধর্মের প্রতি বিদ্বেষ একেবারেই দেখা যায় না।
৮। সমস্ত বাংলাদেশ নাস্তিক হয়ে গেছে মনে করে।
৯। কোন কোন রাজনৈতিক দলকে এরা আশ্চর্য ভাবে নিজেদের আশ্রয়স্থল মনে করে।
১০। নিজেদের মত অন্যের উপরে জোর করে চাপিয়ে দেয়।
১১। তারা যা বুঝে তাই ঠিক, ভিন্নমত বলে কিছু নাই।
১২। ধর্মীয় পোষ্ট নয়, বিষয় বস্তুর সঙ্গে কোন সম্পর্ক নাই, এরকম পোস্টেও এসে অহেতুক ধর্ম বিদ্বেষী কমেন্ট করতে এদের দেখা যায়। আর মোডারেটররা মনে হয় মজা পায় এবং কোন ব্যবস্থা নিতে কখনই দেখা যায় না।
আর কোন কোন ব্লগ ও কর্তৃপক্ষ সমূহের প্রতি সাধারন ব্লগারদের অভিযোগ –
১। ব্লগীয় নীতিমালা ব্লগ কর্তৃপক্ষ ও মোডারেটররা নিজেরাই মেনে চলে না।
২। নাস্তিকদের কুরুচিপূর্ণ পোস্ট গুলির বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না।
৩। নাস্তিকদের গালাগালি, কুরুচিপূর্ণ পোস্টের বিরুদ্ধে রিপোর্ট করলে উল্টো অভিযোগকারী ব্লগাদের বিরুদ্ধে কমেন্ট ব্যান সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। অনেক সময় নিক বাতিল করে দেয়।
৪। এদেরকে সবসময় এরা প্রমোট করেছে বিভিন্নভাবে। নিরপেক্ষতাকে নির্বাসন দিয়েছে।
৫। এদেরকে লালনপালন এরাই করে।
৬। নাস্তিকদের পক্ষে বলা এদের কাছে বাক-স্বাধীনতা।
৭। ব্লগ কর্তৃপক্ষ গুলোর কারণেই এই সব বিদ্বেষী নাস্তিকরা ব্লগ গুলিকে তাদের স্বর্গ ও ফ্রিডাম অফ ইনসাল্টিং বানিয়ে ফেলেছে।
সম্প্রতি একটি ব্লগের স্বয়ং কর্তৃপক্ষ এদের পক্ষ নিয়ে স্টিকি পোস্ট দিয়েছিল, যা পড়ে স্টিকি থেকে সরিয়েছে। যদিও ইনারা সরকারী নির্দেশে কয়েক দিন আগে বর্তমানে নাস্তিক কুল-শিরোমনী হিসাবে বিখ্যাত এক নাস্তিকের ব্লগ মুছে দিয়েছে, বাক স্বাধীনতার নামে তার পক্ষ নেয় নাই।
সাধারন ব্লগারদের অভিযোগ ধর্ম বিদ্বেষী, গালিবাজ, বানান বিকৃতকারী, কটূক্তি কারী, অন্যের বিশ্বাসে আঘাতকারী, স্বমত চাপিয়ে দেয়ার চেষ্টাকারী নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে। সাধারন নাস্তিকদের বিরুদ্ধে নয়।
বহু বছর ধরে চলছে এই অবস্থা, এক সময় এদের বিরুদ্ধে কোন কথাই বলা যেত না। যে ভাবেই হোক অবস্থার পরিবর্তন আসতেছে মনে হয়।
বিষয়: বিবিধ
১৯৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন