গ্রামীণ এক নাম্বার থেকে মৃত্যুর হুমকি পেলাম

লিখেছেন লিখেছেন অধিকারের কথা ০৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:৫৮:৩৭ সন্ধ্যা

তারিখ: ০৩ সেপ্টেম্বর, ২০১৪

‪#‎স্ট্যটাস‬ ‪#‎ব্যক্তিগত‬ ‪#‎অধিকার‬

আজ গ্রামীণ একটি নাম্বার থেকে মৃত্যুর হুমকি পেলাম। নম্বরটি হলো- ০১৭৯৮২৫১১০৯

বিকাল ঠিক ৩.৩৪ ‍মিনিটে উক্ত নাম্বার থেকে ফোন আসে। আমি ফোন ধরি। অপর প্রান্ত থেকে বলা হয় আমি কোথায় আমি কোথায় আছি, খাগড়াছড়িতে আছি কী না।

এরপরই খারাপ ভাষায় গালি চলতে থাকে। আমি শান্ত থেকে তাকে প্রশ্ন করি যে তিনি কে, কী জন্য ফোন করছেন। এরপরই তিনি বলেন যে, তিনি আমাকে খুন করবেন। আমার ছবি নাকি তার কাছে রয়েছে।

এ কথা শোনার পরে আমি বার বার তাকে প্রশ্ন করি তিনি কেন আমাকে খুন করতে চাইছেন।

তিনি ফোন লাইন কেটে দেন। আমি আবার ফোন করি। এবার তিনি বলেন যে, তিনি ক্রশফায়ারে আমাকে খুন করবেন। বন্দুকের গুলিতে খুন করবেন।

আমি বার বার তার পরিচয় জানাতে বলি। কিন্তু অপরপ্রান্ত থেকে কোনো সাড়া আসেনি।

বিষয়টিকে হালকা চোখে দেখার অবস্থা আছে কী না জানি না।

তবে অন্তত কেউ জানুক যে উক্ত নাম্বার থেকে কেউ অামায় হুমকি দিয়েছে। তাই এই ‪#‎স্ট্যাটাস‬

আর কেউ যদি উক্ত ফোন নাম্বার ট্রেস করতে পারেন বা কোন এলাকা থেকে উক্ত নাম্বারের মালিক ফোন করেছেন তা জানলেও চলবে।

ধন্যবাদ সবাইকে

বিষয়: বিবিধ

১৩৩৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261264
০৩ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
মাটিরলাঠি লিখেছেন : ভাই ব্লগে দেয়ার আগে থানায় জিডি করুন। জিডি নাম্বার সহ ব্লগে দিন। এভাবে একজনের মোবাইল নাম্বার ব্লগে দেওয়া ঠিক না। সে যদি আপনাকে হুমকিও দেয়। সামুতেও এই পোষ্ট দেখলাম।

261284
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৪
অধিকারের কথা লিখেছেন : ব্লগে দিয়ে রাখলাম। কারণ ব্লগ হলো পাবলিক প্লেস। সবাই জানবে।
দেশের যা অবস্থা! জিডির উপর ভরসা করার আগে সচেতন জনগণের উপর ভরসা করার শ্রেয় বলেই তো মনেহয়!

আর যিনি বা যারা ‘হুমকি’ দিয়েছেন বা দিয়েছে তাদের নাম্বার প্রকাশ করায় কোনো বাধা তো দেখি না।
তিনি বা তারা কী উদ্দেশ্যে হুমকি দিয়েছেন তা তাদের ব্যাপার।
261303
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৩
মোহাম্মদ লোকমান লিখেছেন : বিষয়টাকে হালকাভাকে নিতে না চাইলে জিডি করা উচিৎ। ধন্যবাদ।
261331
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৯
হতভাগা লিখেছেন : আপনিও পাল্টা হুমকি মারেন
261403
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪৯
সজল আহমেদ লিখেছেন : ফেসবুকে কেন নম্বর দিয়ে রাখলেন ?
আপনি অতিসত্ত্বর থানায় জিডি করুন ।
261515
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:২৬
কাহাফ লিখেছেন : ভরসা না থাকলেও উপায় নাইরে ভাই।থানায় একটু যোগাযোগ করুন.....
261776
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪৮
প্যারিস থেকে আমি লিখেছেন : থানায় জিডি করেছেন তো ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File