তুমি কি রানী এলিজাবেথের সাথে করমর্দন করতে পার

লিখেছেন লিখেছেন এখনই সময় ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৩৭:৩৬ দুপুর



একজন বিধর্মী লোক একজন আলেমকে জিজ্ঞেস করল, কেন ইসলাম নারীদেরকে অপর মানুষের সাথে করমর্দনের অনুমতি দেয় না।

আলেম জিজ্ঞেস করল সেই লোকটিকে, যে প্রকৃতপক্ষে একজন ব্রিটিশ ছিল, তুমি কি রানী এলিজাবেথের সাথে করমর্দন করতে পার?

লোকটি জবাব দিল, অবশ্যই না। শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তিই রানী এলিজাবেথের সাথে করমর্দন করতে পারে।

তখন সম্মানিত আলেম বললেন, আমাদের নারীরা হলো রানী এবং রানীরা নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া অন্যদের সাথে করমর্দন করে না।

ঐ ব্রিটিশ লোকটি আবার প্রশ্ন করল, কেন নারীরা তাদের শরীর এবং মাথা ঢেকে রাখে?

সম্মানিত আলেম স্মিত হেসে দুইটা মিষ্টান্ন আনালেন। একটির মোড়ক খুলে ফেললেন এবং অপরটি মোড়কসহ রেখে দুটোকেই মেঝেতে রাখলেন। তারপর ব্রিটিশকে জিজ্ঞেস করলেন, আমি যদি তোমাকে একটি গ্রহণ করতে বলি তবে তুমি কোনটি গ্রহণ করবে?

ব্রিটিশ বলল, অবশ্যই মোড়কওয়ালাটা।

শেখ বললেন, আমরা আমাদের নারীদেরকে ওভাবেই দেখি এবং চিন্তা করি। অর্থাৎ, তারা আমাদের কাছে অত্যন্ত সম্মানিতা, মর্যাদাবতী এবং গুরুত্বপূর্ণ। আমরা তাদেরকে হেফাজতের মধ্যে রাখি, যাতে করে কোন রকমের কালিমা তাদেরকে স্পর্শ করতে না পারে। তাদের পবিত্রতাই তাদের অহংকার।

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File