মরো না কেন তুমি, হতে চাও যদি অমর

লিখেছেন লিখেছেন এখনই সময় ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:০৬:০৯ সন্ধ্যা



হে নারী! তুমি কি প্রস্তুত?

তুমি কি মা হতে চাও?

তুমি কি পূর্ণতা চাও নিজের জীবনে?

দুনিয়ার সর্বোচ্চ মর্যাদাবান ব্যাক্তি হতে চাও?

হে বীজ! তুমি কি প্রস্তুত?তুমি কি মা হতে চাও?

তুমি কি নিজের পূর্ণতা চাও?

তুমি কি মহীরুহ বৃক্ষে রূপান্তরিত হতে চাও?

তোমাকে বিদীর্ণ হতে হবে।

তোমার চারপাশের সুন্দর আবরন খসে পড়বে।

তোমাকে ত্যাগ স্বিকার করতে হবে।

আত্মাহুতি দিতে হবে তোমাকে, তোমার শান্তি-সুখকে।

সংগ্রাম করতে হবে তোমাকে,

মাটির অন্ধকার কবরে সমাহিত করা হবে তোমাকে।

মাটির গহীনে লুকানো তাপ সহ্য করতে হবে।

কি হবে তাতে?

নতুন প্রজন্ম হবে তোমার

নতুন বংশধর, যারা তোমার কথা বলবে

যারা রোদে আলোয় হাসবে খেলবে

তোমার বড়ত্ব করবে প্রমাণ।

কৃতজ্ঞ হবে তোমার

তুমি হবে মর্যাদাবান।

তোমার পায়ের নীচে হবে জান্নাত।

মৃত্যু তোমায় ধন্য করবে জীবন

মরে গিয়ে হবে তুমি অমর।

হে যুবক! তুমি কি প্রস্তুত?

তুমি কি সাক্ষী হতে চাও মুমিনের?

তুমি কি সফলকাম হতে চাও?

তুমি কি অমর হতে চাও?

তবে মরো না কেন?

না মরে কেউ অমর হয়েছে, দেখেছো?

প্রস্তুত তুমি মরতে?

তুমি কি জান্নাতের সুসংবাদ পেতে চাও?

তুমি কি আল্লাহর সান্নিধ্য পেতে চাও?

হতে চাও কি তুমি সবচাইতে বড় মর্যাদাবান?

যে পাবে রিজিক তার রবের কাছ থেকে?

যাকে কখনো মৃত বলা হবে না

হবে যে অবিনশ্বর?

তবে মরো না কেন?

এক নারী যদি তার মাতৃত্বের জন্য লড়তে পারে

সইতে পারে সকল কষ্ট সন্তানের মা হবার জন্য

প্রসব বেদনার কাতরতা যাকে পারে না করতে নিরস্ত

প্রতিক্ষা তার হাসিমুখে শত বেদনার মাঝেও

সে মা হবে, সে সফল হবে, সে পূর্ণ হবে।

সময় তোমার এখন- জীবন বিলাবার।

তুমি না স্লোগান দিয়েছো- বিপ্লব চাও

তুমি না স্বপ্ন দেখেছো রাশেদার যুগের?

তুমিইতো সে, যে গান গেয়েছো ওমরের

হতে চেয়েছো খালিদের উত্তরসূরী?

তবে কেন ভয় প্রসব বেদনাকে?

এ বেদনাতো আনন্দের?

এরই অপেক্ষায় তুমি কত দিয়েছো দাওয়াত

জেগেছো রাত সব্বেদারীতে ধর্না দিতে আল্লাহর কাছে

চেয়েছো তুমি রাসেদার স্বর্নালী দিনগুলো ফিরে পেতে

এইতো সময়, এসেছে বিপ্লব।

নিয়ে এসেছে তোমার জন্য সুখবর

কান পেতে শোন বিজয়ের আওয়াজ

পাবে তুমি অমর জীবন, নয়তো স্বর্নলী দিন

জয় শুধুই তোমার- বেঁচে অথবা মরে।

মরো না কেন তুমি হতে চাও যদি অমর?

বিষয়: বিবিধ

১৫৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File