তোমার জন্য হে স্বাধীনতা!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৩ এপ্রিল, ২০২১, ১০:১১:৫০ রাত

আজ বাংলার দিগন্ত জুড়ে উড্ডীন

লাল সবুজের পতাকা!

আকাশের সীমানা ভেদ করে উড়ছে

আমাদের 'গর্বের ধন '!

সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল

উৎকীর্ণ হয়ে হাসছে

বিশাল ভূ -মণ্ডলের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত জুড়ে!

এসবই সম্ভব হয়েছে শুধুমাত্র তোমারই জন্যে,

হে স্বাধীনতা!

তোমার আশীর্বাদে আজ পতিতাও দেশে

সম্মানিত।

বুক ফুলিয়ে সে সমাজের প্রতিটি রন্ধ্রে

তার প্রভাব বিস্তার করছে।

তোমারই আশীর্বাদে আজ -

চোর থেকে দূর্নীতিবাজ,

ডাকাত থেকে লুটেরা -

প্রতারক থেকে অভিনেতা --

সবার ভাগ্যই দশদিক উজ্জ্বল করে খুলে গেছে।

কেবল চতুর্মাত্রিক অন্ধকার নেমে এসেছে

দিনমজুর কিংবা সৎকর্ম করে খেটে খাওয়া

মানুষদের জীবনে।

তোমারই জন্যে হে স্বাধীনতা!

নাস্তিক এখানে তার নাস্তিকতা টিকিয়ে রাখতে

'লাইসেন্স 'পেয়ে গেছে,

হিন্দু তার হিন্দুত্ব নিয়ে,

বৌদ্ধ তার ধর্মের যাবতীয় আদর্শ নিয়ে,

খ্রিস্টান তার 'খ্রীস্টীয় 'যাবতীয় উপকরণ নিয়ে

সানন্দে জীবন যাপন করার

অধিকার পেয়ে গেছে।

অধিকার পায়নি কেবলমাত্র 'তাওহীদ বাদী মুসলিম '!

কুরআনের মূল নীতি,

হাদিসের নির্দেশিত জীবন ব্যবস্থায় যারা পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখেছে,

তাদের জীবনও এখানে যথার্থ অর্থেই 'স্বাধীন 'নয়।

তারা 'মৌলবাদী,

তারা 'উগ্রপন্থী ',

তারা যেহেতু পরকালের জীবনকেই গুরুত্ব দিচ্ছে,

এখানে তাদের জন্য অপমান আর নির্যাতনই তো প্রাপ্য।

ধন্য হে স্বাধীনতা!!

তুমি অবিনশ্বর হও

মহাকালের জন্য!!

বিষয়: বিবিধ

৮০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File