ঠিকানা ফিরে পাওয়া!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১০ নভেম্বর, ২০২০, ০৭:০০:৪০ সন্ধ্যা

দীর্ঘ পথ পেরিয়ে

অনেক দিন, মাস, বছর ঘুরে,

অবশেষে ফিরে পেলাম আবার

আমার আত্মার ঠিকানা।

কতদিন! কবিতার কথা

না লিখতে পেরে

আমার কলমের ডগায় শ্যাওলা জমে গ্যাছে!

কত রাত ভাবের তরি ভাসিয়ে

ভাষারা এসে হতাশ হয়ে ফিরে গ্যাছে,

এক‌টি কবিতার শরীরের সামান্য অংশ হওয়ার

আর্তি জানিয়ে

ওরা কেঁদে কেঁদে অবশেষে ফিরে গ্যাছে!!

কিন্তু আজ হঠাৎ করেই সেই হারানো 'সরন্দীপ '।

প্রত্যুষে নবারুণের আলতো আভার মতোই

উঁকি দিয়েছে।

ওরা তাই আবারও আমার বুকের পাঁজর ঘেঁষে

কোলাহল শুরু করে দিয়েছে।

আবারও ওরা 'সিডর 'বয়ে যাওয়া ছিন্নভিন্ন প্রান্তরে

স্বপ্ন বুনবে ।

ওরা মুক্ত বায়ুতে নিঃশ্বাস নেবে।

এ এক অপূর্ব অনুভূতি!!

বিষয়: সাহিত্য

৭৯০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File