উপযুক্ত জবাব!!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২২ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩০:৫৫ সকাল
ডক্টর তুহিন মালিক
প্রধানমন্ত্রী আজ খুব আক্ষেপ করে জানতে চেয়েছেন, “বঙ্গবন্ধুর লাশ পড়ে থাকল ৩২ নম্বরে! কেন? সেই উত্তর আমি এখনও পাইনি। এত বড় সংগঠন, এত নেতা কোথায় ছিল? মাঝে-মধ্যে আমার এটা জানতে ইচ্ছে করে।”
প্রধানমন্ত্রী, আপনার দলের কারো এই প্রশ্নের জবাব দেবার সাহস নাই। কারন-—
•বঙ্গবন্ধুর লাশ যখন ৩২ নম্বরে পড়ে থাকল তখন, আপনার দলের তৎকালীন মন্ত্রী খন্দকার মোশতাকসহ বাকশালের ১৯জন মন্ত্রী তখন বঙ্গবন্ধুর লাশের উপর দিয়েই আনন্দচিত্তে মন্ত্রীত্বের শপথ গ্রহন করেছিল।
•বঙ্গবন্ধুর লাশ যখন ৩২ নম্বরে পড়ে থাকল তখন, খন্দকার মোশতাকের শপথ পরিচালনা করাচ্ছিলেন আপনার নিজেরই উপদেষ্টা এইচ টি ইমাম।
•বঙ্গবন্ধুর লাশ যখন ৩২ নম্বরে পড়ে থাকল তখন, সেনাবাহিনী প্রধান ছিলেন আপনার নিজেরই এমপি জেনারেল শফিউল্লাহ।
•বঙ্গবন্ধুর লাশ যখন ৩২ নম্বরে পড়ে থাকল তখন, বিমানবাহিনী প্রধান ছিলেন আপনার নিজেরই মন্ত্রী এ কে খন্দকার।
•বঙ্গবন্ধুর লাশ যখন ৩২ নম্বরে পড়ে থাকল তখন, রক্ষীবাহিনী প্রধান ছিলেন আপনার নিজেরই মন্ত্রী তোফায়েল আহমেদ।
•বঙ্গবন্ধুর লাশ যখন ৩২ নম্বরে পড়ে থাকল তখন, বঙ্গবন্ধুকে প্রকাশ্য হত্যার হুমকি দাতা আর তার পিঠের চামড়া দিয়ে ডুগডুগি বাঁজানোর ঘোষনাদাতা আপনার নিজেরই মন্ত্রী মতিয়া চৌধুরী।
•বঙ্গবন্ধুর লাশ যখন ৩২ নম্বরে পড়ে থাকল তখন, আপনার নিজের দলের ‘আদর্শ’ কর্নেল তাহের বলেছিলেন ’উচিৎ ছিল বঙ্গবন্ধুর লাশ বঙ্গোপসাগরে ফেলে দেয়া’।
•বঙ্গবন্ধুর লাশ যখন ৩২ নম্বরে পড়ে থাকল তখন, ট্যাংকের উপর জুতা হাতে নিয়ে প্রকাশ্য উল্লাসকারী ব্যক্তিটি ছিলেন আপনার নিজেরই দয়ায় বানানো মন্ত্রী হাসানুল হক ইনু।
আপনি সব জেনেও কেন এগুলোর জবাব চাইছেন?
ডক্টর তুহিন মালিক : আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ
বিষয়: বিবিধ
৯০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন