ভণ্ড পীরের খণ্ড কথা!!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৫ আগস্ট, ২০১৯, ১১:৩৯:৪৬ সকাল
সংবাদ >> ফেসবুকডিসি অফিস বালাখানা, ডিআইজি লম্পট লুটেরা, ওসি গণধর্ষণের নেতা!25 Aug, 2019
পীর হাবিবুর রহমান
এক ডিসি অফিস বালাখানা, আরেক ডিসি জমিদারের খাট বাড়িতে নেয়!ডিআইজি লম্পট লুটেরা, ওসি গনধর্ষণের নেতা, সচিবের সাথে স্কুল শিক্ষিকার সরাসরি যোগাযোগ প্রভাব!,মাদ্রাসা শিক্ষক ইমাম ধর্ষক! বিচারপতিদেরও অব্যাহতি ঘটছে। সমাজের নষ্ট একটি ক্ষুদ্র অংশ দেশটাকে শেষ তলানিতে নিচ্ছে।
একদল সরকারি কর্মকর্তা কর্মচারী,পুলিশ,ধর্ষক,লুটেরা,সংখ্যায় কম হলেও দেশের উন্নয়ন ধুসর করে দিচ্ছে!, আইন নীতি নৈতিকতার ধার ধারছেনা।ক্ষমতার দম্ভে এরা উন্মাসিক, বেপরোয়া।মূল্যবোধহীন সমাজকে কলুষিতই করছেনা,লোভ ও কামের নেশায় উন্মত্ত করে তুলছে।কোন কোন মন্ত্রী ব্যর্থতার নজির রাখছেন।একদল এমপি গনমুখী দায়িত্ব ছেড়ে আখের গোছানোতে ব্যস্ত।
এদের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে।গনপ্রতিরোধ অনিবার্য হয়ে উঠেছে। সন্ত্রাসবাদ,মাদক জঙ্গিবাদের মতোন জিরো টলারেন্স নীতি গ্রহন জরুরী।
লেখক: নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন
(ফেসবুক থেকে নেওয়া)
বিষয়: বিবিধ
৬৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন