চেতনা বিলাস!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৩ আগস্ট, ২০১৯, ০৮:২৭:৪৩ রাত
বিলাসী চেতনায়
সময় খাবি খায়
যেন বা চ্যাংড়া পুঁটি।
ব্যর্থ কামনা
শূন্য ভাবনা
হতাশায় ছোটাছুটি!
সত্য সাধনা
প্রেম আরাধনা
আঁধারে দিশা ভোলে,
মিথ্যের জয়ে
সদা থাকে ভয়ে
বেদনারা ঝড় তোলে।
বিষয়: সাহিত্য
৫৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন