সেই দিন থেকে আমরা আরশ পানে তাকিয়ে!!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১০ এপ্রিল, ২০১৮, ০৭:২২:৪৯ সন্ধ্যা

এস কে সিনহা,ইমরান এইচ সরকার, রা আওয়ামীলীগের কাছে টয়লেট পেপার ছাড়া আর কিছুই নয়।

সিগারেটের শেষ অংশ যেভাবে মুখ থেকে ফেলে পায়ের জুতা দিয়ে মাড়িয়ে আগুন সহ মাটির সাথে মিশিয়ে দেয়। তাদের অবস্থা এখন এমনিই। কোথায় শাহাবাগ? কোথায় গণজাগরণ মঞ্চ? কোথায় এ প্রজন্মের মুক্তিযোদ্ধারা?

অদৃশ্য সুতার টানে, হাত তালি আর গলা ফাটিয়ে গগনবিদারী স্লোগান তুলে যাদেরকে হত্যার নাটক মঞ্চস্থ করেছ তারা তো লক্ষ কোটি মানুষের ভালবাসা আর চোখের পানিতে সিক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সম্মানের সাথে যা সমকালীন কোন কোন রাষ্ট্র প্রধানের ভাগ্যেও জোটেনি।

তাদের সাথী,সহযোদ্ধা,ভক্ত, অনুসারী, অসহায় আত্মীয় পরিজনদের দীর্ঘশ্বাস এবং আল্লাহর কাছে ফরিয়াদ তোমাদেরকে এত তাড়াতাড়ি জিল্লতী আর লাঞ্চনার দিকে নিয়ে যাবে কেউ হয়তো ভাবেনি। কিন্তু সেই দিন থেকেই তারা আরশ পানে তাকিয়ে আছে এই আশায় তাদের মাবুদ উত্তম ফয়সালাকারী এবং ন্যায় বিচারক।

সেই দিন আমরাও খুবাইব রা: মত এই দোয়া করেছিলাম

"আল্লাহুম্মা আহাসিহিম আদাদা, ওয়াক তুল হুম বাদাদা,ওয়ালা তুগাদির মিনহুম আহাদা"।

(হে আল্লাহ, ওদের প্রত্যেককে তুমি গুনে রাখো। ওদের এক এক করে হত্যা করো। ইয়া আল্লাহ, ওদের কাউকে তুমি ছেড়ে দিও না)।

মক্কার কাফের রা যখন চিৎকার করে করে হযরত খুবাইব ইবনে আদী রা: কে প্রকাশ্য ময়দানে খুটির সাথে বেধে তীর, নেযা,বল্লম আর তরবারী দিয়ে কেটে কেটে তাকে শহীদ করছিল তখন আরশের দিকে তাকিয়ে তিনি এই দোয়া করেন।

ইতিহাসের বিচার নির্মম সত্য।

বিষয়: বিবিধ

৭৮১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385096
১২ এপ্রিল ২০১৮ সকাল ১০:২৫
হতভাগা লিখেছেন :
এস কে সিনহা,ইমরান এইচ সরকার, রা আওয়ামীলীগের কাছে টয়লেট পেপার ছাড়া আর কিছুই নয়।

০ সে হিসেবে জামায়াতও কি পড়ে না ?

জামায়াতের ব্রেইন চাইল্ড তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা কাজে লাগিয়ে সেই জামায়াতকেই নিশেঃষ করার ভকাজে নেমেছে আওয়ামী লীগ। আর তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে আওয়ামী লীগই।
385229
০১ মে ২০১৮ দুপুর ১২:৫০
আমি আল বদর বলছি লিখেছেন : এখন বুঝতে পারছে ওরা কত ধানে কত চাল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File