আমাদের মহান পুলিশ বাহিনী!!!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৬ অক্টোবর, ২০১৭, ১২:২০:৫১ দুপুর
আমি বুঝিনা মানুষ আর্মির কাছে ৭ জন ডিবি পুলিশের ধরা খাওয়া নিয়ে কিভাবে আনন্দ করে?
মানুষ কি জানে না এটা দেশ বিরোধী মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আর্মির মিথ্যা প্রচারণা?
এই আর্মি হচ্ছে ইয়াহিয়া খান আর টিক্কা খানের প্রেতাত্মা। মহান ৭১-এর ২৫ শে মার্চের কালো রাতে নিরীহ বাঙ্গালীর উপরা কারা হত্যা, ধর্ষণ আর লুটপাটে মেটে উঠেছিল? উত্তর এই আর্মিরাই।
৭৫ সালের ১৫ ই আগস্ট সদ্য স্বাধীন বাংলাদেশকে ফের পাকিস্তান বানাতে, বাংলাদেশের উন্নয়ন আর আগ্রযাত্রা ব্যহত করতে এই আর্মিরাই খুনের নেশায় মেতে উঠেছিল।
এই মুক্তিযুদ্ধ বিরোধী আর্মির ছত্রছায়াতেই ৭১-এর পাকিস্তানী এজেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করে দেশকে হাজার বছর পিছিয়ে দিয়েছিল।
বর্তমানে জঙ্গি, স্বাধীনতা বিরোধী শক্তির আশ্রয়দাতা বিএনপির জন্মও কিন্তু ওই আর্মিদের ক্যান্টনমেন্ট থেকেই।
শুধু তাই নয় ৯১ আর ২০০১ সালের ইলেকশনেও এই আর্মিরা নির্বাচনের সময় মাঠে থেকে সূক্ষ্ম কারচুপি করে স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে।
আর অন্যদিকে আমাদের সুমহান পুলিশ বাহিনী ৭১-এ আর্মির বিরুদ্ধে স্বাধীনতার প্রথম প্রহরেই অস্ত্র হাতে তুলে নিয়ে রুখে দাঁড়িয়েছিল।
তারা রাজাকার সাইদীর ফাঁসির প্রতিবাদে রাজপথে নামা ২ শতের অধিক ছাগুকে মেরে ফেলে বাংলার মাটিকে কলঙ্কমুক্ত করে।
তারা জঙ্গি, বর্বর ও সাম্প্রদায়িক হেফাজতের তাণ্ডব ও গাছ হত্যা বন্ধ করতে লাইট নিভিয়ে দিয়ে এইসব জংলি হুজুরদের সাফ করে দেয়।
তারা স্বাধীনতার পক্ষের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে গুম করে তাদের অপতৎপরতা রুখে দিয়ে দেশকে পাকিস্তান হওয়া থেকে রক্ষা করছে।
তারা বিএনপি-জামায়াত সহ অন্যান্য মৌলবাদী শক্তির লোকজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে টাকা আদায় করে এই অপশক্তির অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দিচ্ছে।
তারা ফুটপাথকে হকার মুক্ত করতে হকারদের কাছ থেকে প্রতিদিন জরিমানা আদায় করে তাদের ফুটপাথে বসতে নিরুৎসাহিত করছে।
এমনকি কয়েকদিন আগে দেখলাম হাজতে আটক এক যুবতীর জৈবিক চাহিদা মেটাতেও তারা এগিয়ে যাচ্ছে।
অনেকেই বলে তারা নাকি কথায় কথায় চাঁদা আদায় করে। আরে বাবা পুলিশের কাছে তো আর ভালো মানুষ আসে না। যারা অপরাধ করে তারাই পুলিশের কাছে আসে। কারণ চোরের মন পুলিশ পুলিশ। তাই এসব অপরাধীর কাছ থেকে কি জরিমানাও আদায় করা যাবে না? এটা চাঁদা হয় কিভাবে?
এভাবে দেশপ্রেমিক পুলিশ বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেলেও স্বাধীনতার বিপক্ষের শক্তিরা তাদের নামে গুম-খুনের মিথ্যা অপবাদ ছড়ায়। আর প্রগতির বিরোধী আর্মিকে এরা বাহবা দেয়।
তাই এদের রুখে দাঁড়ান। দেশের সব আর্মি ছাঁটাই করে তার শূন্যস্থান পুলিশ দিয়ে পূরণ করুন। আর হ্যা, পুলিশকে প্রতিদিন ফুল দিতে ভুলবেন না যেন।
Ahsan Sabbir
বিষয়: বিবিধ
৭০১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জয় পুলিশ লীগ!
হাছা কতা কইলেন ভায়া!
মন্তব্য করতে লগইন করুন