সব কিছুই হয় তারই ইশারায়!!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৫ অক্টোবর, ২০১৭, ১১:১৪:৫৭ সকাল

আপনারা যারা ভাবেন শেখ হাসিনার নিয়ন্ত্রনে নেই আওয়ামীলীগ তাই আওয়ামী নেতানেতৃদের স্বেচ্ছাচারী বেপরোয়া দাপটে আওয়ামীলীগ পথভ্রষ্ট

তাদের মুখে খাড়া জুতা মেরে দিলো শেখ হাসিনা স্বয়ং প্রধান বিচারপতি বিষয়ে তার বক্তব্য দিয়ে।

এটাই আসল আওয়ামীলীগ! এটাই আওয়ামীলীগের আসল চেহারা যার কোন কিছুই শেখ হাসিনার অজ্ঞাতে হয় না। বরং যা কিছুই হচ্ছে তার সবই শেখ হাসিনার সম্মতিক্রমে।

ভুলে গেছেন,

শেখ হাসিনা নির্লজ্জের মতো আল গোরকে বলেছিল কয়লা বিদ্যুতের কারনে আমের ফলন ভালো হবে?

ভুলে গেছেন,

এই শেখ হাসিনা বলেছিল যে ঘরে ঘরে গিয়ে বেডরুমে নিরাপত্তা দিতে পারবে না?

ভুলে গেছেন,

ত্বকী হত্যাকান্ডের সময় শেখ হাসিনা বলেছিলো যে সে ওসমান পরিবারের সাথে থাকবে?

কেন ভুলে যান?

এই শেখ হাসিনা দেশে এসেছিল মীরজাফর?? জিয়ার নিরাপত্তায়।

কেন ভুলে যান?

মীরজাফর?? জিয়ার হাতে শেখ হাসিনার আওয়ামীলীগ পুনর্জন্ম পেয়েছিল।

শেখ হাসিনা ভালো মতোই জানে যে মুজিবকন্যা হিসাবে তার প্রতি একপ্রকার সহানুভূতি অনেক মানুষের আছে, এটা সে দায়িত্বশীলতা হিসাবে ব্যবহার করে না, করে সুবিধা আদায়ের হাতিয়ার হিসাবে।

যথেষ্ট হয়েছে , এবার হিরকের রাণীর বিরুদ্ধে ঘুরে দাঁড়ান।

BAL সবই পেয়েছে আপনাদের রক্ত চুষে,

বিষয়: বিবিধ

৭৪০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384209
১৬ অক্টোবর ২০১৭ রাত ০৪:৩৪
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : আমারতো মনেহয়, দেশের অধিকাংশ মানুষের চরিত্রানূযায়ী শেখ হাসিনা রাজনীতি করেন । তা আপনি ভাল-খারাপ যেভাবেই চিন্তা করেন না কেন !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File