৭ মন্ত্রী ১৩ এমপিকে নিয়মিতভাবে নারী সাপ্লাই দিতো লীগ নেতা ধর্ষক নাঈম ওরফে হালিম!!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২২ মে, ২০১৭, ০৮:০৩:২৮ সকাল

৭ মন্ত্রী ১৩ এমপিকে নিয়মিতভাবে নারী সাপ্লাই দিতো লীগ নেতা ধর্ষক নাঈম ওরফে হালিম। পুলিশ রিমান্ডে জানাচ্ছে এসব ভয়ঙ্কর তথ্য। নারীখোরদের মধ্যে আছে সেতুমন্ত্রী আ’লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক, স্বাস্থ্য মন্ত্রী নাসিমের ছেলে তানভীর জয় সহ আরও অনেকে।

হালিম আওয়ামী লীগ নেতা হওয়ার কারণে শোবিজ কিংবা মিডিয়ার লোকজন তার সঙ্গে সেলফি তুলতে আগ্রহ করতো আবার তার সঙ্গে অনেক মেয়েদের যোগাযোগ থাকার কারণে বেশ কয়েকজন মন্ত্রী এমপি তাকে বিশেষ খাতির করতো। এদের মধ্যে আছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেহ পলক, স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিমের ছেলেসহ অনেক রাজনীতিক।

মিডিয়া বা শোবিজের সঙ্গে জড়িত কিংবা অনেক উঠতি বয়সের উচ্চাভিলাষী দুই শতাধিক মেয়ের সঙ্গে তার বিশেষ সম্পর্কের কথা শিকার করেছে নাঈম। জিজ্ঞাসাবাদে নাঈম জানায়, স্বাস্থ্যমন্ত্রীর ছেলে তানভীর জযে সঙ্গে কমপক্ষে তিনজন মডেলের বিশেষ সম্পর্ক রয়েছে। তার মাধ্যমে আরো একাধিক এমপির সঙ্গে নাঈমের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। এভাবেই আওয়ামী লীগের নেতামন্ত্রীদের সঙ্গে তার সম্পর্ক গভীর হতে শুরু করে। কমপক্ষে দুজন মন্ত্রী এবং ১৩ জন এমপির সঙ্গে একান্তে বসে মদ্যপান করতেন নাঈম। এসময় মন্ত্রী এমপিদের অনুরোধে অনেক শোবিজ কিংবা অভিজাত পরিবারের মেয়েরাও মদের আড্ডায় শামিল হতো। নাঈম জানায়, এসব কারণে মিডিয়াতে এবং আওয়ামী রাজনৈতিক মহলে তার দ্রুতই ব্যাপক প্রভাব বাড়তে থাকে। পুলিশ সূত্রটি দাবি করেছে, একজন মডেল নিয়ে তার সঙ্গে হাসান মাহমুদের কথা কাটাকাটি হয়েছে। নাঈম জানায় ওই মডেলটি হাসান মাহমুদের বিশেষ পছন্দের হলেও ওই মডেলটি হাসান মাহমুদকে বিকৃত রুচির বলে মনে করে। এটি নিয়ে হাসান মাহমুদ তার উপর ক্ষুব্ধ।

এটাই হচ্ছে- জয়বাংলা।

বিষয়: বিবিধ

১০৭৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383088
২২ মে ২০১৭ বিকাল ০৫:১৫
আকবার১ লিখেছেন : Excellent brother

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File