কুমিল্লা সিটির মানুষ বেয়াদব নাকী সাহসী???

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ৩০ মার্চ, ২০১৭, ০৮:৫১:২১ রাত

অবৈধ সরকারের উন্নয়নের জোয়ারে গা ভাসিয়ে না দিয়ে বিএনপি জামায়াতের জংগীবাদ কে সমর্থন জানানোর মতো দুঃসাহস কুমিল্লাবাসীরা কোথায় পেল? বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু কী তার বিগত আমলে কুমিল্লাবাসীকে ভিন্ন কোন উন্নয়নের জোয়ারে ভাসিয়েছিলেন? একেবারেই না। বরং সরকারের নব্য মখা ওবায়দুল কাদের তো নির্বাচনী প্রচারে গিয়ে কুমিল্লাবাসীকে জানিয়েছিলেন সরকারের দেয়া উন্নয়নের টাকা নাকি সাক্কু গায়ের করে দিয়েছে। তো এই সাক্কুকেই তারা নির্বাচিত করল?

হয়তো আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে অংশ নিতেই এই নিরপেক্ষ নির্বাচন একটি টোপ হিসেবে অবৈধ ক্ষমতাসীন সরকার ব্যবহার করবে।

তারপর ও বলা যায় দেশের অধিকাংশ শান্তি ও গণতন্ত্র প্রিয় মানুষ কথিত উন্নয়নের চেয়ে গণতন্ত্রকে ই বেশি পছন্দ করে। কথিত উন্নয়নের জোয়ার তাদের প্রকৃত স্বাধীনতার আকাঙ্খাকে গলা টিপে হত্যা করতে উদ্যত হয়েছে।

বিষয়: বিবিধ

৯৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382473
৩০ মার্চ ২০১৭ রাত ০৯:২৯
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগ বাজিগারের মত কাজ করেছে
382483
৩১ মার্চ ২০১৭ রাত ১০:২৬
জুনাইদ হোসেন সবুজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File