মর্জিনা বনাম সোয়াত কাহিনী! !!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৫ মার্চ, ২০১৭, ০৫:৩২:১৮ বিকাল

সমস্যা কি, আমরা আমরাই তো!!

.

এক সময় খাকি পোষাক পরা লবনের মেইলের দারোয়ান দেখলে পোলাপাইন ভয়ে প্রেসাব করে দিত! দু চারদিন পর্যন্ত রাস্তায় নামতো না!

.

পুলিশের কনেস্টবল কোন কারণে বাড়িতে ঢুকলে মহিলারা এমন ভাব ধরতো মনে হয় বৃটিশ বাহিনী অভিযান শুরু করেছে! সেই দিন থেকে পরবর্তি কয়েক দিন নামাজ ক্বাজা হতো না!

.

এসব দিন পেরিয়ে গেল! পোলাপান এখন পুলিশ দেখলে ফুলিশ নামে টিটকারী মেরে পিছনে ঢিল মারতে ইতস্ত করে না! পুলিশ কে ইট পাটকেল না মারতে পারলে দলের পদ পাওয়া আজকাল দুস্কর ব্যাপার!

.

পুলিশের অধ্বপতনের যুগে রাস্তায় নামলো সেনা বাহিনী! প্রথম প্রথম লোকজন সেনাবাহিনীর গাড়ি দেখলে রাস্তা ক্লিয়ার করে দিত! ঐ এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা এলাকা বদলে ফেলতো! কেউ কেউ টুপি পরে রাস্তায় নামতো! কিন্তু বিডিআর হত্যাকান্ডের পরে চিত্র সম্পুর্ণ পাল্টে গেল!

.

রাস্তার জ্যাম ক্লিয়ার করতে সেনাবাহিনী, বিডিআর কে ব্যবহার করে তাদের কে ট্রাফিক বানিয়ে ফেলা হলো! অতঃপর পরিস্থিতি এমন দাড়ালো যে, জানঝটে সেনাবাহিনীর গাড়ি আটকে পরলো কিন্তু ট্রাফিক পুলিশও সাহায্য করতে এগিয়ে আসলো না! কেউ যখন বললো, সেনা বাহিনীর গাড়ি সাইড দেন, রিক্সাওয়ালা বললো, সোনা বাহিনীর বেইল নাই!

.

কিছুদিন আগেও রেব পুলিশ দিয়ে জঙ্গি নাটক সম্পাদন করা হতো কিন্তু এখন যুগ পাল্টেছে! মর্জিনার মায় রেব পুলিশ পাত্তা দিলো না, বললো সোয়াত পাঠান! দুর্ভাগ্য জাতির, সোয়াত ফেলটুস মারলো! অবশেষে প্যারাকমান্ডো পাঠানো হলো! কদিন পরেই হয়তো শুনবো জঙ্গিরা বাহিনীর নাম ভুলে গিয়ে বলতে শুরু করবে, ভাই ঐসব বাহিনী বাদ দেন, স্ক্রীপ্ট ভুলে গেছি, পরিচালক পাঠান!

.

# আল্লাহু_আকবার আমাদের মর্জিনার মায় সোয়াত নাম মনে রাখতে পারছে! এটাও আমাদের সফলতা! রেব পুলিশও তাদের লোকের নাম মনে রেখেছে, এত সমস্যার ভিতর দিয়েও তারা মর্জিনা নামটা ভুলে যায়নি ! স্ক্রীপ্ট ভুলে গেলেও সমস্যা নাই, আমরা আমরাই তো!! credit--Apu Ahmed

বিষয়: বিবিধ

১০৮০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382427
২৫ মার্চ ২০১৭ বিকাল ০৫:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চাইল র‌্যাব পাঠাইল আর্মি বিষয়টা ঠিক মাথায় ঢুকছে না!!!
382432
২৫ মার্চ ২০১৭ রাত ০৯:১৩
হতভাগা লিখেছেন : ঘটনার বর্ণনা শুধু এক পাক্ষিকভাবেই আসবে । তারা যেভাবে বলবে সেটা বিশ্বাস করা ছাড়া আর কি উপায় ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File