বাংলাদেশের প্রতি ভারতের বন্ধুত্বের নমুনা! !
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:০৯:৫২ সন্ধ্যা
ভারতের দালালেরা চোখে এসব দেখেনা!!!!!ভারত আমাদের বন্ধু...!মুক্তিযুদ্ধে সাহায্য করেছেকিন্তু আপসোস টা এখানে থেকেই যায়....:-* যুদ্ধ শেষে ২৭০০ কোটি টাকার অস্ত্র- সরঞ্জাম লুট করেছিলো ভারতীয় সেনাবাহিনী( দৈনিক অমৃতবাজার -১২ মে ১৯৭৪)* ৭৪ সালের চুক্তি সত্বেও ভারত তিন বিঘা করিডোর হস্তান্তর করেনি বাংলাদেশকে !*৭৫ থেকে বাংলাদেশকে পানির নায্য হিস্যা দেয়নি।পদ্মা শুকিয়ে আজবাথরুমের টাংকি !বছরে ২০০ কোটি টাকার ফসম উৎপাদন বন্ধ* সুল্ক জটিলতা সৃষ্টি করে প্রায় ২০ হাজার কোটি টাকার বানিজ্য ঘাটতি তৈরী করেছে !*প্রতিবাদের পরেও টিপাইমুখে বাধ দিচ্ছে - সিলেটের ১৬ জেলা মরুভূমিহয়ে যাবে !*হিন্দি চ্যানেল প্রচার করতে ৩০০০ থেকে ৪৫০০ কোটি টাকা ভারতকে দেয়া হয়। কিন্তু বাংলাদেশী চ্যানেল ভারতে নট অ্যালাউড!*গত ৪৪ বছরে ৬১ হাজার বাঙ্গালীকে সীমান্তে হত্যা করেছে,*আপনার গর্বের জায়গা 'ক্রিকেট' নিয়েও ষড়যন্ত্র শুরু করেছে-কেমনছোটলোক।*সাংস্কৃতিক আগ্রাসন, অভ্যন্তরীণ রাজনীতিতে নির্লজ্জ হস্তক্ষেপ, মাথার উপর দাদাগিরিসহ নানাভবে বাংলাদেশ আজ ধর্ষিত ভারতের কাছে,ভারত ৪২ বছর ধরে স্বাধীনতায় সহযোগিতার নামে বাংলাদেশ শোষণ করছে ! তবুও, আর কয়বার বলতে হবে-ভারত আমাদের বন্ধু। মুক্তিযুদ্ধে সাহায্য করেছে। . : এই তো কয়দিন আগে বাংলাদেশী জার্নালিস্টদের বলেছে -''বাংলাদেশী পাসপোর্ট? নট এলাউড' - 'কিউ কি আপ বাংলাদেশকা সিটিজেন হ্যায় ! একরকম গলা ধাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দিয়েছে আপনার বন্ধুরা !
এসব. কথা বলতে গেলেই শুনতে হয় -ব্যাটা তুই তো দেখি রাজাকার ! পাকিস্তান চলে যা।
বিষয়: বিবিধ
১২৮৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে যে পরিসংখ্যান গুলো দিলেন, তা সূত্রসহ দিলে আরও ভালো হয়
মন্তব্য করতে লগইন করুন