হায়েনা আইনে বদলে গেছে অপরাধীর সংজ্ঞা

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২২ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:১৪:১৭ সকাল

এখন অবৈধ হায়েনা সরকারের বিরোধিতা মানেই অপরাধ | চোখের সামনে ভোট ডাকাতি করে যেভাবে হায়েনা সরকারের ক্ষমতা লাভ করা দেখেছি তাতে করে এই সরকারকে হায়েনা বলতে আমার এতটুকু দ্বিধা নেই। কেবল মাত্র ব্রিজ কালভার্ট ফ্লাইওভার আর প্রতিরক্ষা পুলিশ ও প্রশাসনের চাকরীজীবীদের বেতন ভাতার উন্নয়ন দেখে যারা হায়েনা সরকারের পক্ষে যারা সাফাই গায় তাদের চরিত্রকে আমি বেশ্যার চেয়ে বেশি ভালো বলে মনে করিনা। হায়েনা বেশ ভালো করেই জানে হিংস্রতা আর অবৈধ ভোগের টোপ দিয়ে কিভাবে সব ক্ষমতা কুক্ষিগত করা যায়। আর এটাও তার জানা যে তার অপকর্মের প্রতিবাদ করার সামান্য সুযোগে দিলে তার ক্ষমতার মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে। কাজেই যতক্ষন শক্তি আছে ততক্ষণ নিষ্ঠুরতা আর নির্যাতন দিয়েই ক্ষমতা আকড়ে থাকতে হবে। প্রশাসনে যেমন হায়েনা সমর্থকদের নিয়োগ দেওয়া হচ্ছে তেমনি বিশ্ববিদ্যালয়েও দিতে হবে। তাইতো এখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নতুন নির্দেশ জারি করা হয়েছে | হায়েনা সমর্থক ছাড়া ইসলাম কিংবা ন্যায়বিচারের সমর্থকেরা যেন কিছুতেই বিশ্ববিদ্যালয় গুলোতে শিক্ষক হিসেব নিয়োগ পেতে না পারে সে জন্য হায়েনা বিরোধিতাকেই অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

কিন্তু এতকিছুর পরও হায়েনা বিরোধিরা এক হয়ে হায়েনার গদিতে আগুন দিতে পারছেনা | মিডিয়া আর প্রশাসনের সব জায়গাতেআজ হায়েনা সমর্থকদের প্রচন্ড দাপট | এই দাপট ভাংগার জন্য যে শক্তি দরকার সেই শক্তি তো জামায়াত শিবিরেরই আছে। কিন্তু বিএনপি সহ উনিশ দল জামায়াতের শক্তির পক্ষে নেই বলেই আজ এই দুরবস্থা |

বিষয়: বিবিধ

৯৯০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377776
২২ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৯:৪০
হতভাগা লিখেছেন : ১নং দেশপ্রেমিক হাসুবু পাকি্দের কাছে মূর্তিমান আতংক
২৬ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৪:১৯
313280
চেতনাবিলাস লিখেছেন : <:-P :D/
377781
২২ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:২৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হায়েনা বলাটা একশত ভাগ সমিচিন
সময়ের গতি গড়াচ্ছে ওদেরকে জনগনের বয়কটের সময় সন্নিকটে
২৬ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৪:২০
313281
চেতনাবিলাস লিখেছেন : ধন্যবাদ |Good Luck Good Luck
377787
২২ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ১২:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সব ফেরাউন এর ই শেষ আছে।
২৬ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৪:২১
313282
চেতনাবিলাস লিখেছেন : ভালো বলেছেন জনাব। ধন্যবাদ |~:> Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File