ফেসবুকে এক মাওলানার প্রশ্ন >> টিউলিপের সন্তান মুসলিম নাকি খৃষ্টান হিসেবে পরিচিত হবে?

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৫৩:২৭ সন্ধ্যা

বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যে থাকেন। সেখানে তিনি বিয়ে করেছেন এক খৃষ্টানকে। তাদের সন্তানও হয়েছে।

কিন্তু তাদের সন্তান কি মুসলিম না খৃষ্টান নামে পরিচিত হবে? এমন প্রশ্ন তুলেছেন মাওলানা মামুনুল হক । মাওলানা হক প্রখ্যাত আলেম মরহুম মাওলানা শাইখুল হাদিস আজিজুল হকের পুত্র। মাওলানা মামুনুল হক ফেসবুকে শেখ হাসিনা ও তার ছেলে মেয়ে আর তার জামাই ও নাতির ছবিশেয়ার করে লিখেছেন,

একটি মুসলিম সমাজ

ধ্বংস হতে কত দিন লাগে?

-------------------------------------

বঙ্গবন্ধুর বাবা ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম ৷ মসজিদে আযান দিতেন ৷ মানুষকে নামাযের জন্য ডাকতেন ৷

কত বছর আগের কথা এটা?

বড় জোর সত্তুর বছর!

আর সত্তুর বছর পর তার পরবর্তি প্রজন্মের কী অবস্থা?

বঙ্গবন্ধুর চতুর্থ প্রজন্ম হচ্ছে খ্রীষ্টান ৷

জয়ের সন্তান হলে পিতৃপরিচয় সূত্রে মুসলিম বলে হয়ত গণ্য করা যাবে ৷

কিন্তু টিউলিপের পেটে জন্ম নেয়া খ্রীষ্টান পিতার সন্তানকে খ্রীষ্টান না বলে কী বলবেন? মুসলিম বাংলাদেশ খ্রীষ্টরাজ্যে পরিণত হতে কত বছর লাগছে? উপরোক্ত তথ্য আপনাকে সহজেই সে প্রশ্নের জবাব বলে দিবে ৷

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ!

জয় বাংলা!

বিষয়: বিবিধ

১৩১৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377184
০৫ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:২৪
সাম্য বাদী লিখেছেন : গে বাংলা থুক্কু গয় বাংলা ও থুক্কু জয় বাংলা।
০৬ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৫৫
312681
চেতনাবিলাস লিখেছেন : ধন্যবাদ |
০৬ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৫৫
312682
চেতনাবিলাস লিখেছেন : ধন্যবাদ |
০৬ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৫৫
312683
চেতনাবিলাস লিখেছেন : ধন্যবাদ |
377192
০৫ সেপ্টেম্বর ২০১৬ রাত ১১:৫৪
ইবনে আহমাদ লিখেছেন : আইন সংশোধন করা প্রয়োজন।
০৬ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৫৭
312684
চেতনাবিলাস লিখেছেন : ভালো বলেছেন জনাব।ধন্যবাদ।
377197
০৬ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৪:২৭
কাহাফ লিখেছেন : রংগে ভরা বংগে সবই সম্ভব!
নিউ আইন করে পিতৃ পরিচয় নতুন করে নির্ধারিত হবে!
হাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহা
০৬ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৫৮
312685
চেতনাবিলাস লিখেছেন : ভালো বলেছেন জনাব | আপনাকে ধন্যবাদ |
377204
০৬ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৯:৪৪
হতভাগা লিখেছেন : সেটা টিউলিপের সন্তানই না হয় বেছে নেবে
০৬ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:০২
312687
চেতনাবিলাস লিখেছেন : তাহলে আমার জীবনের যেকোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাওতো আমারই।সেখানে আপনি মানে কথিত চেতনাপন্থীরা এত কিছু চাপিয়ে দেন কেন???
০৬ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:২১
312691
হতভাগা লিখেছেন : চাপিয়ে দিয়েছি কোথায় ?

আপনিই তো ভাই পোস্ট রিলেটেড কমেন্ট না করে জামায়াত প্রসঙ্গ নিয়ে আসেন । জামায়াত কর্তৃক ৭১ এ নিরীহ মানুষ মারাকে ইসলামের সাথে মিলিয়ে নিয়ে কমেন্টের পর কমেন্ট চাপিয়ে দিচ্ছেন!

বোঝাই যাচ্ছে - মনে করেছিলেন যে ৪০ বছরে যখন বিচার হয় নাই তখন আর বিচারই হবে না । বিচারের রায়ে গন্ডায় গন্ডায় গোল খেয়ে এখন মাথাই আউলা ঝাউলা হয়ে যাচ্ছে ।
377212
০৬ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:৩৮
নকীব কম্পিউটার লিখেছেন : ক্যাথলিক খৃস্টানদের সাথে নাকি বিবাহ করা যায়, বলেছেন উনি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File