ফেসবুকে এক মাওলানার প্রশ্ন >> টিউলিপের সন্তান মুসলিম নাকি খৃষ্টান হিসেবে পরিচিত হবে?
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:৫৩:২৭ সন্ধ্যা
বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যে থাকেন। সেখানে তিনি বিয়ে করেছেন এক খৃষ্টানকে। তাদের সন্তানও হয়েছে।
কিন্তু তাদের সন্তান কি মুসলিম না খৃষ্টান নামে পরিচিত হবে? এমন প্রশ্ন তুলেছেন মাওলানা মামুনুল হক । মাওলানা হক প্রখ্যাত আলেম মরহুম মাওলানা শাইখুল হাদিস আজিজুল হকের পুত্র। মাওলানা মামুনুল হক ফেসবুকে শেখ হাসিনা ও তার ছেলে মেয়ে আর তার জামাই ও নাতির ছবিশেয়ার করে লিখেছেন,
একটি মুসলিম সমাজ
ধ্বংস হতে কত দিন লাগে?
-------------------------------------
বঙ্গবন্ধুর বাবা ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম ৷ মসজিদে আযান দিতেন ৷ মানুষকে নামাযের জন্য ডাকতেন ৷
কত বছর আগের কথা এটা?
বড় জোর সত্তুর বছর!
আর সত্তুর বছর পর তার পরবর্তি প্রজন্মের কী অবস্থা?
বঙ্গবন্ধুর চতুর্থ প্রজন্ম হচ্ছে খ্রীষ্টান ৷
জয়ের সন্তান হলে পিতৃপরিচয় সূত্রে মুসলিম বলে হয়ত গণ্য করা যাবে ৷
কিন্তু টিউলিপের পেটে জন্ম নেয়া খ্রীষ্টান পিতার সন্তানকে খ্রীষ্টান না বলে কী বলবেন? মুসলিম বাংলাদেশ খ্রীষ্টরাজ্যে পরিণত হতে কত বছর লাগছে? উপরোক্ত তথ্য আপনাকে সহজেই সে প্রশ্নের জবাব বলে দিবে ৷
এগিয়ে যাচ্ছে বাংলাদেশ!
জয় বাংলা!
বিষয়: বিবিধ
১৩১৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিউ আইন করে পিতৃ পরিচয় নতুন করে নির্ধারিত হবে!
হাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহা
আপনিই তো ভাই পোস্ট রিলেটেড কমেন্ট না করে জামায়াত প্রসঙ্গ নিয়ে আসেন । জামায়াত কর্তৃক ৭১ এ নিরীহ মানুষ মারাকে ইসলামের সাথে মিলিয়ে নিয়ে কমেন্টের পর কমেন্ট চাপিয়ে দিচ্ছেন!
বোঝাই যাচ্ছে - মনে করেছিলেন যে ৪০ বছরে যখন বিচার হয় নাই তখন আর বিচারই হবে না । বিচারের রায়ে গন্ডায় গন্ডায় গোল খেয়ে এখন মাথাই আউলা ঝাউলা হয়ে যাচ্ছে ।
মন্তব্য করতে লগইন করুন