সাবধান! বংগবন্ধুকে অবমাননার শাস্তি যাবজ্জীবন!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২২ আগস্ট, ২০১৬, ০৯:২৪:১৪ রাত
আচ্ছা বঙ্গবন্ধু কী এখনও বেঁচে আছেন? একটা মানুষ যদি বেঁচে না থাকেন তাহলে তাকে যেসব উপায়ে অবমাননা করা যায় তা হলো তার প্রতি মিথ্যা আরোপ কিংবা তাকে নিয়ে অশ্লীল লেখা প্রকাশ করা। যেমনটা করেছিল কুখ্যাত ব্লগার রাজীব হায়দার ওরফে থাবা বাবা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ (স)কে নিয়ে সে যেসব কথা লিখেছে তাকে জঘন্য বললেও কম বলা হয়। অথচ সেই শয়তান রাজীব কে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী 'দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ' উপাধি দিয়ে পুরুস্কৃত করেছিল | শুধু মাত্র এই রাজীব ই নয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানবের অবমাননা করেছে বামপন্থী আরও অনেকেই | কিন্তু এসব নিয়ে আওয়ামী পন্থিদের কোন বিকার নেই। এসবই তাদের কাছে মুক্ত চিন্তার উত্তোরন বলে স্বীকৃত | তাদের মাথা ব্যথা কেবল বংগবন্ধুর জাতির জনক উপাধি , স্বাধীনতার ঘোষণা আর মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদদের সংখ্যা নিয়ে। সুশৃঙ্খল পরিসংখ্যান , স্বাভাবিক যুক্তি কিংবা দিনের আলোর মতোই অনেক কিছু মানুষের কাছে সুস্পষ্ট থাকলেও এসব ব্যপারে স্বীকৃত উপায়ে সত্য অনুসন্ধানের পথ বন্ধ করে দিয়ে আদালত নামক মারনাস্ত্রের উপর নির্ভর করা হয়েছে | এতে যে তাদের দুর্বলতা আর অসহায়ত্বই প্রকাশিত হয়েছে এটা উপলব্ধি করার মত ন্যায়বোধটুকুও তাদের নেয়। একটা কথা আছে " সমস্ত নিষ্ঠুরতাই দুর্বলতা থেকে জন্ম নেয়। "
যে সব ইতিহাস নির্ভর বিষয় আজ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জাতিকে জোর করে গেলানো হচ্ছে তাতে যে জাতির বদ হজম হবেই তা আর বলার অপেক্ষা রাখেনা | এসব বিষয়ে যেটা সত্য তা একদিন প্রকাশিত হবেই। আজ যতই নিষ্ঠুরতা দেখানো হোক প্রভাতের উজ্জ্বল সূর্যের মতোই মানুষ সত্যটা জানতে পারবে | সত্যের ধারক ও বাহকেরা সব বাঁধা উপেক্ষা করে প্রয়োজনে রক্ত দিয়ে হলেও জাতির জন্য ইতিহাসের সত্যকে প্রকাশ করে যাবেই |
বিষয়: বিবিধ
৯৮০ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তু তো গায়া
মন্তব্য করতে লগইন করুন