কবিতা নয় , ক্ষোভের অনল

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৭ এপ্রিল, ২০১৬, ০৭:২৩:৪৬ সকাল

হায়েনাকে 'হায়েনা ' বললে

ক্ষেপে যাবে , যাবেইতো ,

আর হায়েনা সত মানুষের

রক্ত খাবে , খাবেইতো।

তাই বলে কি হায়েনার ভয়ে

চুপটি রবে বিবেকবানে ?

নয় কখনো এমনি হওয়ার

সত সাহসী সবাই জানে।

বিষয়: সাহিত্য

৮৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File