কথিত শিক্ষিত সংস্কৃতিবানদের মূর্খতা! !!!"

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৪ এপ্রিল, ২০১৬, ০৯:৫১:৩৯ সকাল

সংস্কৃতি বলতে সহজ কথায় মানব জীবনের সার্থক আচার অনুষ্ঠানকেই বোঝানো হয়। একটি জাতির দীর্ঘ দিনের আচরিত সংস্কৃতির ভিত্তিমূলে সেই জাতির ধর্মীয় ও সামাজিক বিকাশের গতিধারাই সব থেকে বেশি প্রভাব রাখে। কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশের আধুনিক শিক্ষিত শ্রেণির মানব গোষ্ঠীর মাঝে সংস্কৃতির যে ধারা এখন বর্তমান সেটা কেবল বস্তুবাদ এর সাথেই সম্পর্কযুক্ত | এখানে ভাববাদের কোন স্থান না থাকলেও কোন কোন সময় এরাই আবার কল্পনার বসে অতিরিক্ত ভাববাদী হয়ে যায়। এই যেমন একটি মানুষ যখন মারা যায় ধর্ম বলে তার দেহ ধ্বংস হলেও আত্মা ধ্বংস হয়না | আত্মা তার পার্থীব জীবনের কর্মফল ভোগ করতে থাকে। মৃত্যুর পর এই পৃথিবীর আত্মীয় স্বজন বা কারো সাথেই তার যোগাযোগের কোন উপায় থাকেনা |

কিন্তু আধুনিক সংস্কৃতিতে বিশ্বাসীরা ধর্মীয় এই সংস্কৃতিকে ঘৃনা ভরে প্রত্যাখ্যান করলেও মৃত মানুষের ছবি ঘরে টানিয়ে রাখে। রোজ সেই ছবির কাছে গিয়ে অনেক কথা বলে , অনেক কিছুই চায়। অর্থাৎ তারা বাস্তব ছেড়ে কল্পনার রাজ্যে চলে যায়। একদিকে তারা পরকালে বিশ্বাসীদের নিয়ে বিদ্রুপ করে , অন্যদিকে নিজেরাই আবার অর্থহীন কল্পনা বিলাসিতায় মেতে ওঠে।

আরও অনেক বিষয়েই তারা এমন অর্থহীন আচার পালন করে | যেমন মৃত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে নিরবতা পালন , মৃত মানুষের কবরে ফুল দেওয়া |এসব আসলে কোন সংস্কৃতিই না। এসব একধরনের মূর্খতা |

বিষয়: বিবিধ

৭৬৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365718
১৪ এপ্রিল ২০১৬ দুপুর ০২:২০
তট রেখা লিখেছেন : মানুষের শিক্ষা বা বিদ্যা-বুদ্ধি থেকে যে আলো ঠিকরে পড়ে তাই হলো সংস্কৃতি। কারো শিক্ষা যদি ভালো হয় তার সংস্কৃতিও ভালো হবে, কারো শিক্ষা যদি খারাপ হয় তার সংস্কৃতিও খারাপ হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File