শেখ হাসিনার তুরস্ক সফর হঠাৎ বাতিল! !!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৩ এপ্রিল, ২০১৬, ০৪:১৫:৩৪ বিকাল

বর্তমান বাংলাদেশের অবৈধ ভাবে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল তুরস্কে অনুষ্ঠিত ইসলামী দেশগুলোর মহা সম্মেলনে যোগ দিচ্ছেন না। হঠাৎ করেই তিনি তার তুরস্ক সফরে বাতিল করেছেন | আমি তাকে এজন্য ধন্যবাদ ই জানাবো | কারণ এই প্রথমবার তিনি সাহস করে মুসলমানদের সম্মেলনে যোগ না দিয়ে প্রমাণ করলেন যে তিনি আসলেই মুসলমান নন। যেহেতু তিনি এযাবৎ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন থেকে অথবা বিরোধী দলে থেকে সর্বদাই ইসলামী বিধান কিংবা সংস্কৃতির বিরুদ্ধেই নিজের সর্বশক্তিমান নিয়োগ করে রাজনীতি করেছেন কাজেই তার এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ই সঠিক | এতদিন হয়তো কখনো কখনো নির্বাচনে জেতার জন্য হিজাব তশবিহ ব্যবহার করে ধর্ম ব্যবসা করেছেন এখন তিনি সেই ভণ্ডামী থেকে বেরিয়ে আসল চেহারা প্রকাশ করে দিচ্ছেন | মোনাফেকদের চেনা মুমিনদের জন্য অনেক সময়ই কঠিন। আর বর্তমান যুগের মুমিনদের ঈমান তো অনেক দুর্বল | এই দুর্বল ঈমানের মুমিনদের পক্ষে ইসলামের প্রকৃত শত্রু মিত্র চেনা অনেক অনেক কঠিন | শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আমি জ্ঞান হওয়ার পর থেকেই ইসলামের শত্রু বলে জানি। কিন্তু আমার এই বিশ্বাসের সাথে এদেশের অনেক কুশিক্ষিত মানুষ ই একমত নন। তারা শেখ হাসিনার তাহাজ্জুদ নামাজের দোহাই দিয়ে আমাকে বিভ্রান্ত করতে চেষ্টা করে। কিন্তু আমিতো আল্লাহর ঐশি ইশারাতেই জেনে গেছি ভারতের সহযোগিতায় বাংলাদেশের যে স্বাধীনতা একাত্তরে এসেছে সেটা মুসলমানদের কল্যাণের জন্য নয় , বরং বাংলাদেশ ভূখণ্ডের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণকে জোর করে হিন্দু বা নাস্তিক বানানোর চক্রান্ত | তাই বাংলাদেশের কথিত এই স্বাধীনতার চেতনাকে আমি মনে প্রাণে ঘৃণা করি।

বিষয়: রাজনীতি

৯৩৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365640
১৩ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আল্লাহ জানেন সামনে কি দিন অপেক্ষা করছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমীন।
376890
২৮ আগস্ট ২০১৬ দুপুর ১২:৩৪
হতভাগা লিখেছেন :



মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File