গোলক ধাঁধা

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৬ এপ্রিল, ২০১৬, ০৮:৫০:২৬ রাত

এই জীবনের চলার পথের

বাঁক গুলো আজ পাঁকে ভরা ,

সব কাজেই আজ ভেজাল বড়ই

নৈতিকতার ভীষণ ক্ষরা।

লোক দেখানো চাল চলনে

ভালো মানুষ সাজি সবে ,

মনের ভেতর শয়তানি আর

বিবেক ভুলে চলছি ভবে।

ষড়রিপুর কুমন্ত্রণায়

মত্ত হয়ে ভুলছি মরণ ,

বিচার হবে সকল কাজের

এই কথা আজ হয়না স্মরণ |

টাকার মোহে অন্ধ হয়ে

করছি কতই জুয়া চুরি

একটু খানি লাভের তরে

মিথ্যা বলি ভুরিভুরি |

বিষয়: সাহিত্য

১০৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File