মুখে আজ নেই ভাষা

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২৭ মার্চ, ২০১৬, ০৩:৫৩:২৫ দুপুর

মুখে আজ নেই ভাষা .

ভেংগে যায় যত আশা

চারিদিকে যেন ঘিরে

সীমাহীন অমানিশা |

দিন গুলো হয় কালো .

নিভে যায় সব আলো .

পথ ভোলে সব ভালো .

সুসময় কী ফুরালো?

হে রহিম রহমান

সুপথের সন্ধান .

দয়া করে দাও মোরে

দুখ হোক অবসান |

আঁধারে ঢাকা এ দেশ .

কদাকার পরিবেশ .

দুর হয়ে গিয়ে আসে

সুখ পাখির আবেশ।

বিষয়: সাহিত্য

৯৩৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363793
২৭ মার্চ ২০১৬ বিকাল ০৪:১৪
কুয়েত থেকে লিখেছেন : দারুন হয়েছে ভালো লাগলো লেখাটি সীমাহীন অমানিশা দিন গুলো হয় কালো
নিভে যায় সব আলো আপনাকে ধন্যবাদ
363827
২৭ মার্চ ২০১৬ রাত ০৮:১৮
শেখের পোলা লিখেছেন : দাুরুন, দাুরুন, লিখতে থাকুন৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File