স্বাধীনতা তোর একি হল হাল!!!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৩ মার্চ, ২০১৬, ০৯:০৫:১৬ রাত
চেতনা ধারীরা লুটে পুটে খায়
স্বাধীনতা তোর ছাল .
খুন ধর্ষণ বলাতকারে
একি হল তোর হাল?
মিডিয়াতে দেখি মন্ত্রী নেতার
উন্নয়নের বুলি .
আরেক দিকে দেশের টাকা
হ্যাক হয়ে যায় চলি।
ভদ্র বেশে লুটেরা ডাকাত
বসে আছে সবখানে .
ক্ষমতালিপ্সু রাজনীতিকেরা
সব কটাকেই চেনে।
ব্যাঙ্ক বিমা আর ব্যবসাতে আজ
কেবলই লুটের খেলা .
দুর্নীতিবাজ মানুষ এখানে
ভাসায় সুখের ভেলা |
পরকীয়ার টানে কোন মাও
নিজ সন্তানেরে মারে .
ভালো মানুষেরা শয়তানের রোষে
পড়ে আছে কারাগারে |
সোনার বাংলার সোনার মানুষ
বানাতে পারে কে বল .
জাফ্রিকবাল আলোমতি আর
মাহফুজ রসাতল |
সোনার মানুষ চিনিসনি তুই
কেবলি করিস ভুল .
সাঈদী মাহমুদুর .মীর কাশেম আলী
তারাই তো সোনার ফুল।
যতদিন তুই তুষবি ভারত
ততদিন রবি মিছে .
দেশের বিবেকি মানুষ জানবি
মারবে তোরে পিছে।
বিষয়: বিবিধ
৮৯৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন